Main Menu

Monday, February 4th, 2013

 

তদ্বির করতে এসে শ্রীঘরে!

মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল গ্রামের এক মাতবর থানায় তদ্বির করতে এসে নিজেই শ্রীঘরে গেলেন। আজ সোমবার রাত নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া ওই মাতবর হলেন- রামরাইল গ্রামের মৃত আব্দুল জব্বার চৌধুরীর ছেলে সারোয়ার চৌধুরী ওরফে জসীম। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ রাকিব খান জানান, রামরাইল গ্রামের নারী নির্যাতন মামলায় আটক এক ব্যক্তিকে ছাড়িয়ে নিতে তিনি থানায় তদ্বির করতে এসেছিলেন। পুলিশ সুপারের নির্দেশে তাকে হাতে নাতে ধরে ফেলা হয়। এসময় পুলিশ সুপার মো. মনিরুজ্জামান অন্য এক মামলা তদারকি করতেবিস্তারিত


তালিকাভূক্ত ও কুখ্যাত সন্ত্রাসী আতিকুর রহমান অপু গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোহাম্মদ রাকিব খাঁন এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই মোঃ বশির আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া তালিকাভূক্ত ও কুখ্যাত সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী, ব্রাহ্মণবাড়িয়া সরকালী কলেজের সাবেক জি.এস আতিকুর রহমান অপু (৩৭) কে গ্রেফতার করেছে। সে কলেজ পাড়ার  আফলাতুর রহমান ওরফে আব্দুর রহমান মাস্টারের ছেলে।


ইজ্ঞিঃ শ্যামলকে ফুলের তোড়া দিয়ে শতাধিক জনতার বিএনপিতে যোগদান

গত ১ফেব্রুযারী শিমরাইলকান্দি হাজী বাড়ী মাঠে বিএনপির আদর্শে উদ্বুদ্ধ হয়ে খালেদ হোসেন মাহবুব শ্যমলের হাতকে শক্তিশালি করার লক্ষ্যে শহরের শিমরাইল কান্দি হাজী বাড়ির আলহাজ্ব আলী মিয়া ও সাদ্দামের নেতৃত্বে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেন। উক্ত যোগদান উপলক্ষে জেলা বিএনপির সাদারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকনের সভাপতিত্বে এক জনসভার আয়োজন করা হয়। জনসভায় তিনি বলেন, শিমরাইল কান্দির মাটি ,বিএনপির ঘাটি। এই যোগদান উক্ত স্লোগানকে পূর্ণ করে দিল। প্রধান অতিথির বক্তব্যে, জেলা বিএনপির  সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি’র সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, দেশের এইবিস্তারিত


নিরাপদ পানি ও আর্সেনিক দূষণ প্রতিরোধে নাসিরনগরে উঠান বৈঠক

প্রতিনিধি : ‘আমি পরিস্কার থাকবো, সকলে মিলে সুস্থ থাকবো’ এই শ্লোগানকে সামনে রেখে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির ল্েয ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে উঠান বৈঠক করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। সোমবার সকালে উপজেলা সদরের নুরপুর উদয়ন ভুমিহীন মহিলা সমিতির কার্যালয়ে ব্রাঞ্চ ম্যানেজার সাফি উদ্দিনের সভাপতিত্বে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।নিরাপদ পানি ব্যবহার ও তার প্রয়োজনীয়তা এবং আর্সেনিক দূষণ প্রতিরোধের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন আশা নাসিরনগর অঞ্চলের ব্যবস্থাপক মো. ইসমাইল হোসেন। অনুষ্ঠানে পারিপার্শ্বিক পরিচ্ছন্নতা,আর্সেনিক দূষণ প্রতিরোধে প্রয়োজনীয়তা এবং নিরাপদ পানি ব্যবহারের বিষয়টিকে গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন সহকারী ব্রাঞ্চ ম্যানেজার শংকরবিস্তারিত


বিজয়নগরে ইয়াবাসহ মহিলা গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পারুল বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পারুল উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মেরাসানী গ্রামের মৃত মালু চৌধুরীর কন্যা।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার  রাত প্রায় সাড়ে ৮টায়  বিজয়নগর থানার এসআই হাসান মাহমুদ উপজেলার বিষ্ণুপুরে অভিযান চালিয়ে পারুল বেগমকে ১০০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক পাচার আইনে মামলা করেছে।  সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয় বলে পুলিশ জানায়।


কসবায় গৃহবধূ হত্যা ঘটনায় দুই যুবক গ্রেফতার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামের তসলিমা আক্তার (৩৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পৌর এলাকার শাহপুর গ্রামের ওসমান মিয়া (৩৫) এবং উপজেলার খাড়েরা গ্রামের সুমন মিয়া (৩২)। গ্রেফতারকৃতরা গৃহবধূ তসলিমা আক্তারকে হত্যার কথা পুলিশের নিকট স্বীকার করেছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, নিহত গৃহবধূ তসলিমা আক্তারের মোবাইল কল লিস্ট এর সূত্র ধরে ওসমান মিয়াকে  রোববার রাতে পার্শ্ববর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তী অনুযায়ী খুনের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলার খাড়েরা গ্রামবিস্তারিত


জামায়াতের বিক্ষোভ মিছিল-সমাবেশ

শামীম-উন-বাছির : কেন্দ্রীয় জামায়াত নেতাদের মুক্তি ও মঙ্গলবারের হরতালের সমর্থনে ব্রাহ্মণবাড়িয়ায় জামায়াতে ইসলামী বিােভ মিছিল-সমাবেশ করেছে। সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদণি শেষে রেল ষ্টেশন চত্বরে গিয়ে সমাবেশ করে। সদর উপজেলা সেক্রেটারী খোরশেদ আলমের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারী আক্তার হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের প্রচার সম্পাদক কাজী সিরাজুল ইসলাম সিরাজ। বক্তব্য রাখে বীর মুক্তিযোদ্ধা ও জেলা মজলিশে সুরার সদস্য ডা. তাজুল ইসলাম, সুরা সদস্য মাওলানা মাইনুদ্দিন ও ছাত্রশিবির নেতা শাহ পরান প্রমুখ।


ফলোআপ:ট্রেন থেকে ফেলে হত্যা-ডাকাতি, গ্রেফতারকৃত আনোয়ার রিমান্ডে

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় কমিউটার কমিউটার ট্রেন থেকে ফেলে চারজনকে হত্যার ঘটনায় গত চারদিনেও কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনায় গত শনিবার পুলিশ আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেফতার করে পাঁচদিনের রিমান্ডে এনেছে।আখাউড়া রেলওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, ‘গ্রেফতারের পর আনোয়ারের কাছ থেকে অনেক তথ্য পাওয়া গেছে। পরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইলে রোববার আদালত পাঁচ দিনের রিমা- মঞ্জুর করে। এছাড়া যে দু’টি গ্রুপকে টার্গেট করা হয়েছে তাদেরকে গ্রেফতারেরও চেষ্টা চলছে। নিহতদের সঙ্গে কারোর শত্রুতা ছিলো কিনা কিংবা ওই শত্রুতাবশত: পরিকল্পিতভাবে এ ঘটনাবিস্তারিত


নবীনগরে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বৃদ্ধার একমাত্র সম্বল

এস.এ.রুবেল : উপজেলার ছলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল উত্তর পাড়ার হত দরিদ্র হাজেরা খাতুন (৮০) এর একমাত্র সম্বল ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায় বাড়াইল গ্রামে। মোমবাতি থেকে আগুন লাগতে পারে বলে প্রথমিকভাবে ধারনা করছেন এলকাবাসি।  জানা যায়, বাড়াইল গ্রামের হাজেরা খতুনের স্বামী কালা মিয়া খলিফা প্রায় বিশ বছর আগে এবং তার একমাত্র ছেলে সফিক মিয়া এক সড়ক দুর্ঘটনায় তিন বছর আগে মারা যায়। বর্তমানে পরিবারকে হারিয়ে এই বৃদ্ধা কাগজ কুড়িয়ে ও বাড়ি বাড়ি ভিক্ষা করে তার পেট চালায়। তার থাকার তিন শতক জায়গার উপর একমাত্র সম্বল চারচালাবিস্তারিত


আবুধাবিতে ২০ বাংলাদেশি নিহত

ডেস্ক টোয়েন্টি ফোর : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন বাংলাদেশি রয়েছে। অন্য দুই জনের মধ্যে একজন পাকিস্তানি এবং অন্য জনের পরিচয় পাওয়া যায়নি। সোমবার সকাল ৮ টায় আবুধাবির দ্বিতীয় বৃহত্তম শহর আল আইনে ওই দুর্ঘটনায় ২৪ জন আহত হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কনস্যুলার সুলতানা লায়লা হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি  বলেন, “নিহতদের মধ্যে অধিকাংশই বাংলাদেশি। তবে এখনো নির্দিষ্ট সংখ্যা ও পরিচয় জানা যায়নি।” তিনি জানান, আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিচয় সনাক্ত করারবিস্তারিত