Main Menu

Tuesday, February 7th, 2023

 

নতুন ২ দাবিসহ ৫ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সকল আদালত বর্জন

দাবি পূরণ না হওয়ায় আবারও সকল আদালত বর্জন কর্মসূচি ঘোষণা করেছেন ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা। মঙ্গলবার বিকেলে নতুন কমিটির কাছে দ্বায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ও বিশেষ সাধারন সভা করে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর ফলে আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত আদালতে উপস্থিত হয়ে কোন আইনী সেবা দেবেন না আইনজীবীরা। দুই বিচারক ও নাজিরের অপসারনের ৩ দফা দাবির সাথে নতুন ২টি দাবি যুক্ত করেছেন আইনজীবীরা। হাইকোর্টে তাদের বিরুদ্ধে আনা সকল অভিযোগ থেকে অব্যাহতি এবং শহরের কোর্টরোড এলাকায় থাকা আদালতের সম্পত্তির অবৈধ ব্যবহার বন্ধ করার দাবি তাদের। জেলা আইনজীবী সমিতি সূত্রে জানাবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলা ইশারা দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় মূক ও বধির নিন্ম মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আবু আব্দুল্লা মোহাম্মদ ওয়ালিউল্লাহর সভাপতিত্বে এবং এস.এম শাহীনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক আল মাহমুদ হোসেন, জেলা প্রতিবন্ধি বিষয়ক কর্মকর্তা গায়ত্রী দেবনাথ, মূক বধির নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম প্রমূখ। পরে স্কুল প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে সড়ক প্রদক্ষিণ করে।


ব্রাহ্মণবাড়িয়ায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পৃষ্ঠপোষকতায় জেলা পর্যায়ে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে স্থানীয় নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউল হক মীর, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু। প্রতিযোগিতায় জেলার ৯ টি উপজেলার এ্যাথলেটরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়।