Main Menu

Monday, December 20th, 2021

 

সরাইলে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইল পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অদরুয়াইল ইউনিয়নে ৮০ জন নারীকে ইমপ্লান্ট ও আইইউডি পদ্ধতির মাধ্যমে দীর্ঘ মেয়াদী জন্মনিরোধ করা হয়েছে। সোমবার উপজেলার অরুয়াইল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে এই জন্মনিরোধ করা হয়। ডা. কামরুল হাসান ইমন নিমি সার্জারী মাধ্যমে চামড়ার নীচে ইমপ্লাান্ট বসিয়ে ৭৩জন নারীকে ৩ বছরের জন্য গর্ভনিরোধ করেন। এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা রতœা আক্তার ৭জন নারীকে জরায়ুতে আইইউডি( ইন্ট্রা ইউটেরিন ডিভাইস) বসিয়ে জন্মনিরোধ করেন। সেবা নিতে আসা ইমপ্লান্ট ব্যবহারকারী পপিরাণী রায় জানান, তিনি আজ ইমপ্লান্ট নিয়েছেন। কোন সমস্যাবিস্তারিত


নাসিরনগরে দুই পক্ষের সংঘর্ষে নারী শিশুসহ আহত অর্ধশত

নিজস্ব প্রতিবেদক::নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ হয়েছে। ইউপি সদস্য মাসুক মিয়া ও সেলিম মিয়ার সমর্থকরা এ সংঘর্ষে জড়ান। এতে নারী ও শিশুসহ দুই পক্ষের অর্ধশত লোক আহত হয়। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়ালনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। চাতলপাড় পুলিশ ফাড়িঁর ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেন। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ বছর ধরে উচা বাড়ির সেলিম ও মৌলভি বাড়ির মাসুক মিয়ার মধ্যে শত্রুতা চলে আসছিলো। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে আদালতে ৮টি মামলা চলমান। বিরোধ মেটাতে স্থানীয় সংসদ সদস্য ও ইউপি চেয়ারম্যানবিস্তারিত


সরাইল বিজিবি দিবস পালিত

মোহাম্মদ মাসুদ, সরাইল। সরাইল বিজিবি দিবস উপলক্ষে সোমবার সরাইল ব্যাটালিয়ন২৫বিজিবির সার্বিক ব্যবস্থাপনায় বিজিবির প্রশিক্ষণ মাঠ বর্ডার গার্ড বাংলাদশ, উত্তর-পূর্ব রিজিয়ন,সরাইল এর রিজিয়ন কমান্ডার সদর দপ্তর, সকল সদস্যদর উদ্যাগে মিলাদ ও প্রীতিভাজ অনুষ্ঠানর মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। এ সময় কর্ণেল কাজি শামীম হাসান এর সভাপতিত্ব প্রীতিভাজ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলন ব্রাহ্মণবাড়িয়া ৩১২ সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্ম ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ, বিশষ অতিথি হিসব উপস্থিত ছিলেন ডিপুটি রিজিয়নের, কমান্ডার  সদর দপ্তর, সরাইল উপজলা পরিষদর চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী অফিসার মাঃ আরিফুল হক মৃদুল, সরাইল থানার অফিসারবিস্তারিত