Main Menu

Wednesday, January 25th, 2017

 

নাসিরনগরে ভূয়া এনজিওর প্রতারনার ফাঁদে শত শত নারী পুরুষ। আটক-৩

এম.ডি.মুরাদ মৃধা: নাসিরনগর,প্রতিনিধি: নাসিরনগর উপজেলাধীন নাসিরপুর বাজারে পল্লী ভিশন বাংলাদেশ পরবর্তীতে পল্লী ভিশন লিমিটেড নামে ভূয়া রেজিষ্ট্রেশন ব্যবহার করে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায় আনুমানিক দুই মাস পূর্বে নাসিরপুর গ্রামের কাপ্তান (৪১) পল্লী ভিশনের নামে একটি ঘর ভাড়া করে অফিস পরিচালনা করিয়া আসছে। প্রতি ইউনিয়নে ২জন সুপারভাজার নিয়োগ করে। নিয়োগকৃত সুপারভাজারদের মাধ্যমে প্রায় ১০০০ গ্রাহকের নিকট হতে ৩৬০০/-টাকা করে সর্বমোট ৩৬,০০,০০০/- টাকা আত্নসাতৎ করে প্রতারক চক্র। আটককৃত ৩ জন হল মো: ফজলুল হক(৬০) পিতা- ইজহার আলী। সাং- সাতকিরা। মো: কাপ্তান মিয়া(৪০)বিস্তারিত


মাসুম বিল্লাহর পিতার মৃত্যুতে নাগরিক সমাজের শোক

জেলা ছাত্রলীগ সভাপতি মো: মাসুম বিল্লাহর পিতা বিশিষ্ট সমাজসেবক, শ্রমিকনেতা হাজী মো: নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন, সাধারণ সম্পাদক মো: ইকবাল মিয়া, যুব নাগরিক সমাজের আহবায়ক আবদুল আওয়ার শিপলু, সদস্য সচিব আবদুল বাছির দুলাল। এক বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন। প্রেস রিলিজ


জেলা ছাত্রলীগ সভাপতির পিতার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা হাজী নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিবৃতিদাতারা হলেন- ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্যবিস্তারিত


ছাত্রলীগ সভাপতির পিতা মোঃ নিজাম উদ্দিনের মৃত্যুতে লিভারপুল ক্রীড়া চক্রের শোক

বাংলাদেশ ছাত্রলীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মাসুম বিল্লাহ্’র পিতা এবং বিশিষ্ট শ্রমিকনেতা মোঃ নিজাম উদ্দিন সর্দার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে পূর্ব মেড্ডাস্থ লিভারপুল ক্রীড়াচক্র পরিবার থেকে বিবৃতি দিয়েছেন সভাপতি মোঃ এহসান দাউদ (ডেভিড), সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। তারা বিবৃতিতে মরহুম নিজাম উদ্দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ নিজাম উদ্দিনকে একজন দক্ষ সংগঠক, সমাজসেবক, বন্ধু বৎসল ও মেহনতি মানুষের বন্ধু ছিলেন বলে উল্লেখ করে পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দেয়ার জন্যবিস্তারিত


চিলোকুট দরবার শরিফের ৫৯তম উরছ মাহফিল সম্পন্ন।

ব্রাহ্মনবাড়ীয়া জেলার অন্যতম আধ্যাতিক প্রান কেন্দ্র ঐতিহ্যবাহী চিলোকুট দরবার শরীফের ৫৯তম বাৎসরিক উরছ মাহফিল গত সোমবার হাজার হাজার ভক্তবৃন্দ ও আশেকানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।উক্ত উরুছ মাহফিলে ঐতিহ্যবাহী চিলোকুট দরবার শরীফের সাজ্জাদানাশীন পীরে সাহেব পীরে তরিকত শাহ সুফি হযরত মাওঃ সৈয়দ মনিরুল ইসলাম আলকাদরী সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্েরন্টর কেন্দ্রীয় পরিষদের যুগ্ম-সাংগঠনিক সচিব জননেতা আলহাজ্ব এডঃ মোঃ ইসলাম উদ্দিন দুলাল,তিনি তার বক্তব্য বলেন- অলি আউলিয়া কেরামগন তাদের ত্যাগ, সাধনা ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (দঃ) এর আদর্শ অনুসরন ও অনুকরনের মাধ্যমে এ দেশে ইসলামের মর্মবানী প্রচার করে মানুষকে সঠিকবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটে বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

মো: জিয়াদুল হক বাবু :: বিজয়নগরে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট এর ৮ম পর্বের ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে পলিটেকনিক মাঠে এ অনুষ্ঠান পালিত হয়। অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও মোঃ সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগাম বিষয়ক মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্ধা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় তিনি বলেন, ছাত্র ছাত্রীদের মধ্যে দেশপ্রেম থাকতে হবে এবং সন্ত্রাসী কর্মকান্ড থেকে দূরে থেকে লেখাপড়ায় মনযোগ দিতে হবে । তাহলেইবিস্তারিত


রামরাইলে ট্রাকের সাথে সিএনজি ও ইজিবাইকের সংঘর্ষে আহত ৭ (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলে ট্রাকের সাথে সিএনজি অটোরিক্সা ও ইজিবাইকের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মঈনুর রহমান জানান, সকালে শহর অভিমুখী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারালে ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। পরে আর দুটি সিএনজি অটোরিক্সা তাতে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায়। আশংকাজনক অবস্থায় ইজিবাইক চালককে ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরো ছয়জন আহত হয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। https://www.facebook.com/bbaria24/videos/1365936036811074/      


আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের ২টি ইউনিটের উৎপাদন শুরু

দেশের বৃহত্তম বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুতকেন্দ্রে যান্ত্রিক ত্রটির কারণে বন্ধ থাকা ৪টি ইউনিটের মধ্যে দুটির উৎপাদনে এসেছে। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোলরুম সুত্র জানায়, মঙ্গলবার বিকাল ৫টায় ২০মিনিটে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ৪টি ইউনিটের উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়া ইউনিটগুলো হল, ৬৪ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-১, ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট, ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সিসিপি ইউনিট এবং ১৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ইউনিট-৫। তবে রাতে ও সকালে মেরামত শেষে ৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন ইউনিট ও  ১৫০বিস্তারিত


প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম) সেবা পেলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান পিপিএম(প্রেসিডেন্ট পুলিশ মেডেল) লাভ করেছেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ প্রেসিডেন্সিয়াল পুলিশ মেডেল (পিপিএম) সেবা পেয়েছেন। পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া’কে পিপিএম-সেবা পদক পড়িয়ে দেন। উল্লেখ্য, প্রতি বছর বিষেশ অবদানের জন্য সরকারের পক্ষ থেকে পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডাল) ও বিপিএম (বাংলাদেশ পুলিশ মেডেল) পদক প্রদান করা হয় । সাহসিকতা ও সেবা এ দু’টি ক্যাটাগরিতে এসব পুরস্কার দেয়া হয়। এবছর ১৩২ জনকে পদক দেওয়া হয়। এবার বিপিএম সাহসিকতার জন্য পুরস্কার পাচ্ছেন ২৬ জন, আর বিপিএমবিস্তারিত