Main Menu

Saturday, September 21st, 2013

 

আসছে হেফাজতের কঠিন কর্মসূচি।।ব্রাহ্মণবাড়িয়ার মাওলানা সাজেদুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকায়

ডেস্ক ২৪: আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের ২৫ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ নীতি নির্ধারণী কমিটি থেকে বাদ পড়েছেন বিতর্কিত দুই নেতা মুফতি ফয়জুল্লাহ ও মাওলানা মাঈনুদ্দিন রুহী। শনিবার সংগঠনটির ওলামা মাশায়েখ সম্মেলনের প্রথম পর্বে এ সিদ্ধান্ত নেন নেতারা। চট্টগ্রামের জামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় সকালে সহস্রাধিক আলেম ওলামার অংশগ্রহণের এ সম্মেলন শুরু হয়। দুপুর ৩টা পর্যন্ত সম্মেলনে হেফাজতের কমিটি পুনর্গঠন ও নতুন কর্মসূচির বিষয়ে আলোচনা হয়। সম্মেলনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বিকেল ৩টা থেকে হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফীর সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়।বিস্তারিত


আদম বেপারী থেকে টাকা ফেরত পেতে আমরণ অনশন শুরু

প্রতিবেদক ॥ বাড়ি-ঘর, জমি-জিরাত বিক্রি করে আর্থিক সচ্ছলতা ফিরে আনতে আনিসুর রহমান সুদুর বাহরাইনে পাড়ি জমান। ১০-১৫দিন সেখানে ভালই কেটেছিল। এরপরই স্বপ্ন ভঙ্গ। কয়েক দিনের মধ্যেই বাহরাইনের সাইন বোর্ড সর্বস্ব এক প্রতিষ্ঠানে ভিসা পরিবর্তন করিয়ে নেয় আদম বেপারীর লোকজন। ব্রাহ্মণবাড়িয়া শহরের উত্তর মৌড়াইলের মৃত নাদিরুজ্জামানের পুত্র আনিসু রহমান চলতি বছরের ২৫ জানুয়ারী সকল সম্পত্তি বিক্রি করে কম্পিউটার টেকনেশিয়ান পদে পুনিয়াউট মহল্লার শাহজাহান খানের মাধ্যমে ৫ ল টাকা খরচ করে বাহরাইনে যায়। সেখানে ১৫ দিনের মধ্যেই শাহজাহান খানের পুত্র আব্বাস আলী খান তারেকের নানামুখী অত্যাচার শুরু হয়। আনিসুর রহমান অভিযোগ করেন,বিস্তারিত


শাহজাহান আলম সাজুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়

প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় কার্যকরী সংসদ ও সহ-সম্পাদক এবং শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় উপ কমিটির সদস্য সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজু শনিবার জেলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং শিক্ষকনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শাহাজাহান আলম সাজু আশুগঞ্জ সরাইল(ব্রাহ্মণবাড়িয়া-২) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনি তার বক্তব্যে মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে শিক্ষক ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার আশা ব্যক্ত করেন।


৭২ এর সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে..শেখ সেলিম

প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য, সাবেক মন্ত্রী শেখ ফজলুল করিম সেলিম এম.পি বলেছেন, ৭২ এর সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশ-জাতি আজ মহা সংকটের সম্মুখীন। বিএনপি-জামাত-হেফাজত দেশকে ধংস করার চেষ্টা করছে। তিনি শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এমদাদুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে শেখ ফজলুল করিম সেলিম এম.পি আরো বলেন, সামনের নির্বাচন দেশের শেষ যুদ্ধ। এই যুদ্ধে নির্ধারন হবে দেশে রাজাকাররাবিস্তারিত


বিজয়নগরে নাম্বারবিহীন সিএনজি আটক

মোঃ আজহারুল ইসলাম খান শাহ আলম : বিজয়নগর উপজেলার ইসলামপুর নামক স্থানে শনিবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৮টি নাম্বারবিহীন সিএনজি ইসলামপুর ফাঁড়ি পুলিশ আটক করে। ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ খায়রুল বাশার জানান, সিএনজিগুলোর নাম্বার ও ড্রাইভারের লাইসেন্স না থাকায় গাড়িগুলোর নামে মামলা দায়ের করা হয়েছে।


লোডশেডিং কমানোর দাবিতে আখাউড়ায় পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

প্রতিনিধি : বিদ্যুতের লোডশেডিং কমানোর দাবিতে ব্রা‏হ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আখাউড়া জোনাল অফিস ঘেরাও করেছে গ্রামবাসী। শনিবার দুপুরে কড্ডা ও চান্দি গ্রামের শতাধিক লোকজন পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে লোডশেডিং কমানোর দাবি জানায়। পরে আখাউড়া জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার আবুল কালাম বিষয়টি নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দিলে গ্রামবাসী ঘেরাও কর্মসূচী প্রত্যাহার করে নেয়।