Monday, November 3rd, 2025
নবীনগর বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ দোকানের মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি অর্ধকোটি টাকারও বেশি

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বড় বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯টি শাটারের তিনটি মুদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৩ নভেম্বর) ভোরে রহিছ মেম্বার মার্কেটের পশ্চিম পাশে জালাল উদ্দিনের মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। বাজারে তখন সব দোকান বন্ধ ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নারায়ণ সাহার দোকানের ভেতরে বিদ্যুৎ লাইনের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেইবিস্তারিত





























