Wednesday, October 8th, 2025
সড়ক ও সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন ১২ জন কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ায় অফিস করার নির্দেশ সড়ক উপদেষ্টার

সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান ঢাকা-সিলেট মহাসড়কের বেহালদশা নিরসনে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের প্রকৌশলীসহ ১২ কর্মকর্তাকে ব্রাহ্মণবাড়িয়ার অস্থায়ী কার্যালয়ে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেছেন, ঢাকায় সড়ক ও জনপদের অফিসে তাঁদের যেতে হবে না। এর আগে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান দীর্ঘ তিন ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ অংশে যানজটে আটকা পড়ে অবশেষে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড মোড়ে এসে নাজুক মহাসড়কটি পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে সড়ক সেতু মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা-সিলেট মহাসড়ক পরিদর্শনের অংশ হিসেবে তিনি বুধবার সকালে ঢাকাবিস্তারিত
জলে গেলো ২ কোটির সংস্কার, যানজটে আটকে থাকা উপদেষ্টা পার হলেন মোটরসাইকেলে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দীর্ঘ যানজটে আটকা পড়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে মোটরসাইকেলে গন্তব্যের উদ্দেশে রওনা হন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বুধবার (৮ অক্টোবর) সকালে উপদেষ্টা ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন। সেখান থেকে গাড়িবহর নিয়ে মহাসড়ক পরিদর্শনে সরাইল-বিশ্বরোড মোড়ে যাওয়ার পথে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় তীব্র যানজটে আটকা পড়েন। ঘণ্টাখানেক অপেক্ষার পরও যখন যানবাহন নড়ছিল না, তখন সিদ্ধান্ত নেন মোটরসাইকেলে যাত্রা করার। চশমা চোখে, মাথায় হেলমেট পরে উপদেষ্টা যখন মোটরসাইকেলে চড়ে বসলেন, তখন উপস্থিত পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ও বিস্ময়ের ঢেউবিস্তারিত
আশুগঞ্জে যানজটে আটকা উপদেষ্টা গেলেন মোটরসাইকেলে চড়ে

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড মোড় পর্যন্ত ১২ কিলোমিটার অংশে যানজট এখন নিত্যদিনের চিত্র। মহাসড়কের দুরবস্থাই এই যানজটের কারণ বলে জানিয়েছে পুলিশ। আজ (বুধবার, ৮ অক্টোবর) সকালে বেহাল মহাসড়ক পরিদর্শন করতে এসে নিজেও যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ঢাকা থেকে ট্রেনে করে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে নামেন উপদেষ্টা। এরপর সড়ক পথে সরাইল-বিশ্বরোড মোড়ের উদ্দেশ্যে রওনা হয়ে আশুগঞ্জে যানজটে আটকা পড়েন উপদেষ্টা ও তার গাড়িবহর। পরে ১৫ মিনিটের রাস্তায় তিন ঘণ্টা যানজটে আটকা থেকে দুপুর একটার দিকে মোটরসাইকেলে সরাইল বিশ্বরোড মোড়ে পৌঁছানবিস্তারিত
ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কিশোরের

নবীনগরে বজ্রপাতে হাবিবুর রহমান (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় নামক এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, হাবিবুর রহমান ওই এলাকার বাবুল মিয়ার ছেলে। সে স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল। স্থানীয়রা জানায়, বিকেলে সহপাঠীদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যায়। এসময় হঠাৎ বজ্রপাতে সে অসুস্থ হয়ে পড়ে। তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, ঘটনাটি আমি অবগত নই। খোঁজ নিচ্ছি।
আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৩

আখাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (৭ অক্টোবর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, সোমবার (৬ অক্টোবর) দিবাগত ভোররাতে উপজেলার ধরখার-মোগড়া সড়কের গঙ্গাসাগর দীঘিরপাড় এলাকা থেকে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেফতার করে আখাউড়া থানা পুলিশ। এ সময়, তাদের কাছ থেকে ৩টি ছুরি, ১টি স্টিলের পাইপ, ১টি লাঠি ও ১টি লোহার যন্ত্র জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, আখাউড়া পৌরশহরের বড় বাজারের আকবর হোসেন জারু (৩০), একই এলাকার রাধানগর বনিকপাড়ার সোহান মিয়া (২৭) ও মোগড়া বাজার এলাকার মাহিনবিস্তারিত





























