Tuesday, October 7th, 2025
সরাইলে তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭অক্টোবর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে ৬টি নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। নোয়াগাঁও ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মনসুর আহাম্মদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশাররফ হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, যুবদলের আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা কৃষক দলের আহবায়ক, মশিউরবিস্তারিত
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ আতশবাজিসহ গ্রেফতার ৩

ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় আতসবাজি উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গত শনিবার (৫ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুনিয়াউট গোলচত্ত্বরের পশ্চিম পাশে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন চোরাকারবারীকে আটক করা হয়। তাদের হেফাজত থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ভারতীয় আতসবাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আতসবাজির মধ্যে রয়েছে— ১. Big Color আতসবাজি – ২৬০ প্যাকেট, ২. Fancy আতসবাজিবিস্তারিত
বিজয়নগরে বিল থেকে লাশ উদ্ধার

বিজয়নগরে বিল থেকে রমজান মিয়া (৫৯) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। রমজান মিয়া উপজেলার চম্পক নগর ইউনিয়নের টান গেরার গাঁও গ্রামের মৃত আমজাদ আলী ছেলে। ৬ই অক্টোবর (সোমবার) দপুরে দেহটি উদ্ধার করে পুলিশ। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ভোররাতে মাছ ধরার উদ্দেশ্যে বিলে যান রমজান মিয়া। তারপর আর বাড়িতে ফিরে আসেনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় মৃত দেহটি উদ্ধার করে নিয়মিত অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।





























