Wednesday, June 11th, 2025
ব্রাহ্মণবাড়িয়ার ২১ জন সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাষ্টের ১১ লক্ষ টাকার সহায়তা

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের সম্মেলন কক্ষে ২১ জন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ কাউসার আহাম্মদ। তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় প্রয়াত সাংবাদিক পরিবার এবং অসুস্থ ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তা দেওয়া হচ্ছে। এটি চলমান প্রক্রিয়া। তিনি আগামী দিনে জেলা থেকে তালিকা প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতার উপর গুরুত্বারোপ করেন। এদিন প্রবীণ সাংবাদিক আফজালুর রহমানের হাতে ১ লক্ষ টাকা সহ আরো ২০ জন অসুস্থ-অসচ্ছল ৫০ হাজার টাকার সহায়তার চেক তুলে দেওয়াবিস্তারিত