Monday, June 9th, 2025
নবীনগরে এই প্রথম পৌরসভার উদ্যোগে হাট শেষ হওয়ার ২৪ মধ্যে মাঠের সকল বর্জ্য অপসারণ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর :: ঈদের ছুটি মানেই যেন এক উৎসবের আমেজ, কিন্তু নবীনগর পৌরসভা এবার সেই উৎসবে যোগ করেছে এক নতুন মাত্রা। যেখানে ঐতিহ্যের ভারে ঈদ-উল-আযহার পশুর হাট বসলেও, এবার সেই হাটের পর খেলার মাঠের বেহাল দশা আর নয়! নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এবার এক ভিন্ন চিত্র। পৌরসভার অক্লান্ত পরিশ্রমে, মাত্র ২৪ ঘন্টার মধ্যে খেলার মাঠের পুরনো গৌরব পুনরুদ্ধার হয়েছে। দীর্ঘদিন ধরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ-উল-আযহার পশুর হাট বসানোর প্রথা চলে আসছে। এই প্রথা মাঠের ব্যাপক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, এবং হাট শেষ হওয়ার পর মাঠবিস্তারিত