Saturday, June 7th, 2025
ঈদে বাড়ি ফেরা হলো না নবীনগরের দুই নারীর, নদীতে ডুবে মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ঈদের আনন্দে প্রিয়জনের সঙ্গে বাড়ি ফেরা হলো না ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রসুল্লাবাদ গ্রামের দুই নারীর। ঈদের দিন শনিবার (৭ জুন) ভোররাতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে একটি সিএনজিচালিত অটোরিকশা ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে তারা নিখোঁজ হন। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর দুপুরে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুই নারী হলেন রসুল্লাবাদ গ্রামের খালেদা বেগম (৪০) ও ফারজানা বেগম (১৯)। দুর্ঘটনায় ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান খালেদা বেগমের ছেলে কামাল হোসেন (১৯) এবং ফারজানা বেগমের স্বামী সাগর হোসেন। বর্তমানে তারা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।বিস্তারিত