Main Menu

Monday, March 29th, 2021

 

ধ্বংসযজ্ঞ দেখে আঁতকে উঠছে ব্রাহ্মণবাড়িয়াবাসী

‘কী করছে দেখছনি? পুইড়া তারার লাভ হইলো কী? সবগুলা জানোয়ার। নিজের ঘরের জিনিস কি কেউ নিজে ভাঙে? এইডি তো আমরার জিনিসই।’ শুক্র ও রোববার হেফাজত কর্মীদের হামলার ব্যাপকতা সোমবার পরিস্থিতি খানিকটা শান্ত হওয়ার পর নিজের চোখে দেখতে পেরেছে ব্রাহ্মণবাড়িয়াবাসী। সংঘর্ষ সহিংসতার মধ্যে ঘরে বসে তারা হামলার কথা গণমাধ্যমে জেনেছে, কিন্তু সেটি যে এত ভয়াবহ ছিল, সেটা এখন বুঝতে পেরেছে তারা। অটো চালক রাব্বি মিয়াকে বিকালে পাওয়া যায় শহরের কুমারশীল এলাকায়। আগের দিন এখানকার ভূমি অফিস আর সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ভাঙচুর করে আগুন দেয় মাদ্রাসা ছাত্ররা। সঙ্গীতাঙ্গনের সামনে দাঁড়িয়ে তিনিবিস্তারিত


‘ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় কেউ ছাড় পাবে না’

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় কোনো অপরাধীই ছাড় পাবে না বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আনোয়ার হোসেন। তিনি বলেছেন, সহিংসতার ঘটনায় পৃথক মামলা হবে। এরইমধ্যে ২৬ মার্চের ঘটনায় তিনটি মামলা দায়ের হয়েছে। পরবর্তী দুদিনে প্রতিটি ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।’ সোমবার (২৯ মার্চ) ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।সহিংসতার ঘটনায় পুলিশের ব্যর্থতা আছে কি-না জানতে চাইলে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি বলেন, ‘এটি খতিয়ে দেখা হবে। এমন কোনো ঘটনা হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।’ সকালবিস্তারিত


ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ডিআইজি, ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত

রবিবারের তান্ডবের পর ব্রাহ্মণবাড়িয়ায় আজ অনেকটা স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে। শহরের মানুষের উপস্থিতিও অনেকটা বেড়েছে। ক্ষতিগ্রস্থ স্থানগুলো দেখতে অনেকেই ভীড় করছেন সেখানে। সোমবার সকালে ক্ষতিগ্রস্থ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন চট্রগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন। এ সময় তিনি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন, সুর স¤্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, পৌরসভাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্থ স্থাপনা পরিদর্শন করেন এবং সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। পরে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, প্রতিটি ঘটনার জন্যই মামলা হবে। তদন্ত স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান। তিনি আরো জানান, বিষয়টির তদন্তের জন্য চট্রগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেনকেবিস্তারিত


প্রাণহানি এড়াতেই ব্রাহ্মণবাড়িয়ায় নিরব ছিল প্রশাসন- চট্রগ্রাম বিভাগীয় কমিশনার

প্রাণহানি এড়াতেই প্রশাসন নিরব ছিল বলে জানিয়েছেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এবিএম আজাদ এনডিসি। তিনি বলেন, জানমালের নিরাপত্তা দেয়ার জন্য যে কৌশল নেয়া দরকার আইনশৃঙ্খলা বাহিনী সেই ব্যবস্থা নিয়েছে। জীবন রক্ষা করাও আইনশৃঙ্খলা রক্ষার অংশ। জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহীনির ভূমিকা নিরব ছিল, স্থানীয় সাংসদ র.আ. ম উবায়দুল মোক্তাদির চৌধুরীর এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় এসব কথা বলেন বিভাগীয় কমিশনার। সোমবার বিকেলে তিনি রেলস্টেশন, পৌরভবন, শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরসহ হেফাজতের তান্ডবে ক্ষতিগ্রস্থ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। কমিশনার বলেন, তান্ডবের সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। দায়িত্ব পালনে প্রশাসনের গাফিলতিবিস্তারিত


আমার জীবনের অর্জন করা সব স্মৃতি তারা পুড়ে দিয়েছে_আল মামুন সরকার

দিনভর হেফাজতের তান্ডবে বিক্ষুব্ধকারীরা টার্গেট করে আমাদের দলীয় নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর ও আগুনে পুড়িয়ে দেয়। তারা আমার বাড়ি ও আমার শ্বশর বাড়িসহ আমার অফিসকে পুড়িয়ে ছাঁই করে দেয়। প্রাণ রক্ষার ভয়ে পরিবারসহ নিরাপদ জায়গায় থাকতে হয়েছে। আমার জীবনের অর্জন করা সব স্মৃতি তারা পুড়ে দিয়েছে। এভাবেই নিজের ভয়াল সেই স্মৃতির কথা বলছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা পুলিশ প্রশাসনকে বার বার অবহিত করলেও তারা আমাদের কোন সাহায্য করেনি।


ব্রাহ্মণবাড়িয়ায় তান্ডবের ঘটনায় প্রশাসন ও পুলিশের ভূমিকা ছিল নিষ্ক্রীয়_মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের তান্ডবের ঘটনার সময় প্রশাসন ও পুলিশের ভূূূমিকা নিষ্ক্রীয় ছিল বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর ৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। তিনি হেফাজতের তান্ডবের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি জানান। এ ছাড়া তিনি নিক্রীয়তার অভিযোগ এনে পুলিশ ও জেলা প্রশাসনের ব্যবস্থা গ্রহণের জন্য সরকারে কাছে দাবি জানান। তিনি আরো বলেন, যেহেতু হরতাল হেফাজত ডেকেছে এসব তান্ডবের দায় দায়িত্ব হেফাজতকে নিতে হবে।


১০ রাকাত তারাবি মক্কা-মদিনার প্রধান দুই মসজিদে

সৌদি আরবের প্রধান দুই মসজিদ তথা হারামাইন শরীফাইন আসন্ন রমজানে নামাজ আদায় ও উমরাপালনকারীদের খোলা থাকবে। তবে স্বাস্থ্যবিধি মেনে এবারও তারাবির নামাজ পড়া হবে ১০ রাকাত। এমন আরও কিছু নতুন পরিকল্পনা ঘোষণা করেছে হারামাইন কর্তৃপক্ষ। আসন্ন রমজানের কর্মসূচি ও পরিকল্পনায় তারাবি, তাহাজ্জুদ, উমরা, ইফতার এবং ইতিকাফ বিষয়ে বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রোববার (২৮ মার্চ) হারামাইন প্রেসিডেন্ট ও মসজিদে হারামের প্রধান খতিব শায়খ আবদুর রহমান আস সুদাইস আসন্ন রমজান মাসের পরিকল্পনা প্রকাশ করেন। মসজিদে হারাম ও মসজিদে নববীতে আগত নামাজীদের ভ্যাকসিন গ্রহণ, মাস্ক পরিধান, স্যানিটাইজিং ও সামাজিক দূরত্বেরবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় রাত থেকে বন্ধ গ্যাস সরবরাহ

ব্রাহ্মণবাড়িয়ায় রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। রোববার (২৮ মার্চ) রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রায় ২৪ হাজার আবাসিক গ্রাহক। এদিকে বিপণনকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এই বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বিপণন) প্রকৌশলী মো. রবিউল হক জানান, ব্রাহ্মণবাড়িয়ায় প্রায় ২৪ হাজার গ্যাস সংযোগ ব্যবহারকারী রয়েছে। যান্ত্রিক ত্রুটি মেরামতের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষে আবারও গ্যাস সরবরাহ চালু করা হবে।


করোনা সংক্রমণ রোধে ১৮ নির্দেশনা, জনসমাগম নিষিদ্ধ

করোনাভাইরাস মহামারির দ্বিতীয় ঢেউ ও সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের পক্ষ থেকে ১৮ দফা নির্দেশনা জারি করা হয়েছে। একই সঙ্গে বেশি সংক্রমিত এলাকায় জনসমাগম নিষিদ্ধসহ রাত ১০টার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতেও বলা হয়েছে। সোমবার (২৯ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এমন নির্দেশনা জারি করা হয়।  নির্দেশনাগুলো হলো: ১. সকল ধরনের জনসমাগম (সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে। ২. মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। ৩. পর্যটন/বিনোদনকেন্দ্র সিনেমা হল/থিয়েটারবিস্তারিত