Main Menu

Friday, May 8th, 2020

 

আপাতত করোনামুক্ত আখাউড়া

ব্রাহ্মণবাড়িয়া জেলার করোনার ‘হটস্পট’ আখাউড়া উপজেলা আপাতত করোনামুক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে জেলার বক্ষব্যধি হাসপাতালের আইসোলেশনে থাকা ওই নারী শুক্রবার সকালে ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরেছেন। উপজেলার ১৫ জন আক্রান্তের ওই নারী দীর্ঘ ২৮ দিন আইসোলেশনে ছিলেন। আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা জানিয়েছেন, এই মুহুর্তে আখাউড়াতে আর কোনো করোনা রোগী নেই। তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার আহবান জানিয়েছেন। অন্যথায় আবারও আক্রান্তের সম্ভাবনার শঙ্কা প্রকাশ করেন তিনি। জেলায় ৫৮ জন করোনা আক্রান্তের মধ্যে আখাউড়াতে ছিলো দ্বিতীয় সর্বোচ্চ ১৫ জন। এর মধ্যে একজন চিকিৎসকও ছিলেন শুরুর দিকে উপজেলার রাণীখারেবিস্তারিত


লকডাউনেও বেতন চেয়ে সূর্যমূখী কিন্ডার গার্টেনের নোটিশ, সমালোচনার ঝড়

করোনাভাইরাসে থমকে গেছে জনজীবন, থমকে গেছে বিশ্ব।দিনে দিনে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে অর্থকষ্টে মানবেতর দিন কাটাচ্ছে বহু মানুষ। এ অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সূর্যমুখী কিন্ডার গার্টেন কর্তৃপক্ষের এক সিদ্ধান্তে সমালোচনা শুরু হয়েছে। স্কুল বন্ধ থাকলেও শিক্ষার্থীদের বেতন আদায়ের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার অনলাইনে এ সংক্রান্ত একটি নোটিশ দেয়া হয়েছে। নোটিশটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ১১ এপ্রিল থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। এই লকডাউনের মধ্যেই শিক্ষার্থীদের অভিভাবকদের স্কুলে গিয়ে বেতনবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজনের করোনা সনাক্ত, জেলায় মোট আক্রান্ত ৬০জন

ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজন করোনা আক্রান্ত সনাক্ত হয়েছে। এনিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ জনে।শুক্রবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন অফিসে আসা রিপোর্টের উপর ভিত্তি করে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন মোহাম্মদ একরামউল্লাহ । তিনি জানান, জেলার আরো দুইজনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে সদর উপজেলার সুহিলপুরের ২৫বছরের এক যুবক ও আশুগঞ্জের লালপুরের ৩২বছরের এক ব্যক্তি। এনিয়ে শুক্রবার দুপুর পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত সনাক্তের সংখ্যা ৬০জনে দাঁড়িয়েছে। তবে জানা গেছে, আশুগঞ্জের লালপুরে যার নমুনা রিপোর্ট পজিটিভ এসেছে তিনি ঢাকায় বসবাস করেন।