Main Menu

Sunday, November 5th, 2017

 

মেড্ডায় মামলার রায়ে ৫০ বছর পর শতকোটি টাকার সম্পত্তি পেল বাদী

মামলার রায়ে প্রায় ৫০ বছর পর দখলদারদের কবল থেকে নিজের জায়গা উদ্ধার করেছে এক স্বত্বাধীকারি। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া শহরে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। টাকার হিসেবে এ সম্পত্তির পরিমাণ প্রায় শত কোটি টাকা। রবিবার (০৫ নম্বেবর) শহরের পশ্চিম মেড্ডা এলাকায় মূল মালিককে জায়গা বুঝিয়ে দেন আদালত। এ সময় ওই জায়গায় থাকা বিভিন্ন স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। এ সময় এলাকার শত শত লোক জড়ো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, ১৯৬৭ সালে বায়না মূলে মালিক দাবি করে তৎকালীন কুমিল্লা জেলা আদালতে ৪৮১ শতক জায়গা বুঝে পাওয়ার আবেদন জানিয়ে মামলা দায়ের করেন আব্দুল মান্নানবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় ডিমের লটারী খেলাকে কেন্দ্র করে হামলায় মাদ্রাসা ছাত্র নিহত, আহত ৫(ভিডিও)

রবিবার রাত ৮ টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডায় সন্ত্রাসী হামলায় হৃদয় (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। সে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার কিতাব বিভাগের ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব মেড্ডা্ এলাকায় রবিবার সন্ধায় ওয়াজ মাহফিল চলছিল। সেখানে কয়েকজন সিদ্ধ ডিম দিয়ে লটারী খেলার আয়োজন করে। একটি ডিমের বিপরীতে লটারী বাবদ ১০ টি টিকেট প্রতিটি ২ টাকা মূল্যে বিক্রি করে। পরে বিজয়ী ডিমটি নিয়ে যায়। ডিম খেলা নিয়ে বাদানুবাদ হলে লটারী খেলা বন্ধ হয়ে যায়। পরে পূর্ব মেড্ডা এলাকার মাজেদ আলীর ছেলে ছিব্বাতুল্লার নেতৃত্বে ১০-১২ জন যুবক মাহফিলে থাকা হৃদয়কে ডেকে নিয়েবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা থেকে পীরবাড়ি মোড় পর্যন্ত রাস্তা ও ড্রেণ সংস্কার কাজ পরিদর্শন

শতভাগ স্বচ্ছতা রেখে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে: পৌর মেয়র নায়ার কবির

রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মেড্ডা থেকে পীরবাড়ি মোড় পর্যন্ত রাস্তা ও ড্রেণ সংস্কার কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ, উপ সহকারী প্রকৌশলী সুমন দত্তসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ। পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবির বলেন, শতভাগ স্বচ্ছতা রেখে নির্মাণ কাজ সম্পন্ন করতে হবে। কাজে কোন প্রকার গাফিলতি সহ্য করা হবে না। এই সড়টি ব্রাহ্মণবাড়িয়ার শহরের প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক।


নাসিরনগরে আমগাছে যুবকের ঝুলন্ত মরদেহ

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর, প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববারর বেলা ১১টার দিকে উপজেলার ফান্দাউক গ্রামের একটি মসজিদের পাশে আমগাছে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কামরান(২৫) ওই গ্রামের আকিজ মিয়ার ছেলে। নাসিরনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. শওকত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ফান্দাউক গ্রামের একটি মসজিদের পাশে আমগাছে কামরানের মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি আরও জানান, নিহতের পরিরের লোকজন জানিয়েছে কামরান হতাশাগ্রস্থ ছিল। তবে এটি আত্মহত্যা নাকিবিস্তারিত


ছিন্নমুল শিশুদের শিক্ষিত করে গড়ে তুলতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে: ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)

“দাও আমাদের মৌলিক অধিকার, আমরা দূর করবো পৃথিবীর সকল অন্ধকার” এই শ্লোগানকে সামনে নিয়ে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদেরকে সু-শিক্ষায়  করার লক্ষ্যে শহরের ফারুকীপার্কস্থ বিয়াম ল্যাবরেটরি স্কুলে শতকুঁড়ি ফাউন্ডেশনের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিক্ষানুরাগী ব্যক্তিত্ব আলহাজ্ব অ্যাডভোকেট লোকমান হোসেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবু সাঈদ, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম সোপান, স্বনির্ভর ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহীবিস্তারিত


আশুগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে আহত ৮

আশুগঞ্জে বাস, ট্রাক ও সিএনজির ত্রিমুখী সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছে। এদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর আশুগঞ্জ থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, উপজেলার দূর্গাপুর এলাকার বাছির মিয়া (৩৫), জসিম মিয়া (২৫), ইয়াকুব আলী মিয়ার স্ত্রী রেহেনা বেগম (৩৫) ছেলে জসিম (০৫) মেয়ে লামিয়া (০৩), তাজপুর এলাকার শফিকুল ইসলাম (৪৫), যাত্রাপুর এলাকার হৃদয় (০৭) ও বাহাদুরপুর এলাকার মাহবুব মোল্লা। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুরবিস্তারিত