Main Menu

Friday, May 19th, 2017

 

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান::গাঁজা উদ্ধার

অদ্য ১৯ মে ২০১৭ তারিখ দুপুর দুইটার  ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর  নামক স্থানে সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ কামরুজ্জামান এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনাকালে সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১৪০ কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করে  বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত ভারতীয় জট গাঁজার আনুমানিক মূল্য প্রায় ৪,৯০,০০০/- (চার লক্ষ নব্বাই হাজার) টাকা। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। প্রেস বিজ্ঞপ্তি


প্রয়াত পিনাকী ভট্টচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

২০ মে ২০১৭ উপমহাদেশের বিশিষ্ট সমাজসেবক দানবীর ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়াস্থ পশ্চিম মেড্ডার ঐতিহ্যবাহী রায় সাহেব বাড়ীর সন্তান পিনাকী ভট্টাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে তিনি প্রয়াত হয়েছেন। জীবৎকালে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। দেশের বহু সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে তার বিশেষ অবদান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সৎসঙ্গ বিহারের ভূমিদাতা তিনি, তার দানকৃত ভূমির উপর এই দুটি প্রতিষ্ঠান স্ব গৌরবে বেড়ে উঠছে। বিশেষ করে তার দানকৃত ভূমির উপর প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনটি বর্তমান সরকারের দৃষ্টি আর্কষণ করেছে।বিস্তারিত


সম্মেলনের আড়াই বছর পার ব্রাহ্মণবাড়িয়া বিএনপি পেল পূর্ণাঙ্গ কমিটি

গত ১৬ মে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ-দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন। অনুমোদিত ওই কমিটি অনেকেই ফেসবুকে আপলোড দিয়েছে। এ ছাড়া পদ পাওয়া অনেক নেতা এরই মধ্যে এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে জেলা সভাপতি জানিয়েছেন, কমিটি অনুমোদনের বিষয়টি তিনি জানেন না। অন্যদিকে সাধারণ সম্পাদক কমিটি অনুমোদনের বিষয়টি স্বীকার করেছেন। দলের একাধিক নেতা জানান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটির অনুমোদন দিয়েছেন বলে কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদবিস্তারিত