Main Menu

Wednesday, January 16th, 2013

 

বাঞ্ছারামপুরে সংঘর্ষে আহত ১০

প্রতিনিধি : বাঞ্ছারামপুরের পাহাড়িয়া কান্দিগ্রামে টাকা পাওনাকে কেন্দ্র করে জুলহাস মিয়া ও জমির আলীর লোকজনের মধ্যে সংঘর্ষে ১০জন আহত হয়েছে। জানা যায়, পাওনা টাকা নিয়ে বাড়িতে আসার পথে জুলহাস মিয়ার কাছ থেকে ছিনিয়ে নেয় জমির আলীর বাড়ির লোকজন। এ খবর ছড়িয়ে পড়লে উভয় পরে লোকজনের সংঘর্ষে কমপে ১০জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত জুলহাস মিয়া (৩০)কে ঢাকায় প্রেরন করে। অন্যান্য আহতরা হলেন জমির আলী (৪৫), সাদেক মিয়া (৩০), করুনা বেগম (২৯) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলাউদ্দিন জানান, এখনো অভিযোগ পাইনি।


আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৩০)এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান, তিতাস রেল সেতু এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। রাতে কোন ট্রেন থেকে পড়ে ওই যুবক কাটা পড়ে থাকতে পারেন। আমরা তার পরিচয় সনাক্তের চেষ্টা করছি।


নাসিরনগরে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষার চাষ ॥ বাম্পার ফলনের সম্ভাবনা

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক জমিতে সরিষা চাষ করা হয়েছে। আবহাওয়া অনূকূলে থাকায় সরিষা জমিতে কোন প্রকার ক্ষতি হয়নি। ফলে এ বছর নাসিরনগরে সরিষার বাম্পান ফলনের সম্ভাবনা রয়েছে। ফলন ভালো হওয়ার সম্ভাবনা থাকায় সরিষা চাষীরাও খুশী। মাঠে মাঠে এখন ফুলে ফুলে ভরা হলুদ রংয়ের সরিষার সমারোহ। এতে প্রাকৃতিক সৌন্দর্যে ভরে উঠেছে দিগন্তজোড়া মাঠ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে নাসিরনগর উপজেলায় ২ হাজার ৩শ’ হেক্টর জমিতে সরিষা চাষাবাদের ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা এবার ৩ হাজার ৫শ ৫০ হেক্টর জমিতে সরিষারবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় হরতাল পালিত হয়নি

শামীম উন বাছির ঃ জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)সহ ৭টি বাম রাজনৈতিক দলের নেতত্বে গঠিত গনতান্ত্রিক বাম মোর্চার ডাকা বুধবারের  অর্ধ দিবস হরতাল ব্রাহ্মণবাড়িয়ার কোথাও পালিত হয়নি। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল ব্রাহ্মণবাড়িয়ার জীবনযাত্রা। অফিস-আদালত, ব্যাংক-বীমা, দোকানপাট, স্কুল-কলেজ খোলা ছিল। যানবাহন চলাচল ছিল স্বাভাবিক। তবে সকাল সাড়ে ৯টার দিকে হরতালের সমর্থনে সিপিবি জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ সাজিদুল ইসলামের নেতৃত্বে শহরে একটি মিছিল বের হয়।


চাকরি জাতীয়করণের দাবীতে মাধ্যমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল, সমাবেশ

  মনিরুজ্জামান পলাশ : চাকরি জাতীয়করণের দাবিতে বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। শহরের ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্তরে এসে শেষ হয়। পরে  বেসরকারী শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি আবুল কাশেম এর সভাপতিত্বে প্রেসক্লাব চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন- বেসরকারী শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুন নূর প্রমুখ। সমাবেশে বক্তারা, শিক্ষকদের উপর নির্যাতন বন্ধে সরকারের প্রতি দাবী জানান। তারা বলেন, শিক্ষা যদিবিস্তারিত