Main Menu

কসবা কালামুড়িয়ায় ১৪৪ ধারা জারি :: শান্তিভঙ্গের চেষ্টা

+100%-

144কসবা প্রতিনিধি: কসবা উপজেলার কুটি ইউপির কালামুড়িয়া গ্রামে বসতবাড়ির জায়গাকে কেন্দ্র করে থানায় জিডি দায়ের; বিবাদীদের অপতৎপরতায় বাদী পক্ষের দখলীয় বাড়ি জবর দখলের পায়তারা করার চেষ্টায় অবশেষে আদালতে পি-৪৪৯/২০১৬ইং ধারা ১৪৪ কা:বি: দায়ের করেছেন হানিফ মিয়া।

গত ২৭মে কসবা থানার এস আই মো:মজিবুর রহমান(১) বিবাদী মো:তাজু মিয়া গং ৫জন কালামুড়িয়া,কুটি,কসবাকে কার্যবিধি ১৪৪ ধারা মোতাবেক শান্তি ভঙ্গ না করার নোটিশ প্রদান করেন। কিন্ত বাদি মো:হানিফ মিয়ার দায়ের করা ১৪৪ ধারা ভঙ্গ করে জোরপূর্বক বসতবাড়ি থেকে মাটি কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন। এই বিষয়টি সরেজমিনে গেলে সত্যতা পাওয়া গেলেও আবুল কাশেম বিবাদীগংরা জানান, তাদের বসত বাড়ির জায়গা থেকে মাটি কাটছেন।

উল্লেখ্য থাকে যে,এই বিষয়ে হানিফ মিয়া গত ২৫মার্চ ২০১৬ইং বাদি হয়ে কসবা থানায় আবুল কাশেমসহ ৬জনকে বিবাদী করে থানায় একটি সাধারণ ডাইরীভুক্ত করেন। ডাইরী নং ৯০৩। এই বসত বাড়ির জায়গা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে মামলা চলমান রয়েছে বলে উভয় পক্ষই জানান।

এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে বড় ধরণের অঘটন ঘটতে পারে বলে গ্রামবাসী ধারণা করছেন।






Shares