Main Menu

ইউপি নির্বাচন:: কসবায় ২০০ বৎসরের প্রাচীন মন্দিরে প্রতিমা ভাংচুর

+100%-

kasbam ডেস্ক ২৪::  কসবা উপজেলার মেহারী ইউনিয়নের মেহারী কালী মন্দিরে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় তারা মন্দিরের প্রতিমা ভাঙচুর করে এবং আগুন দেয়।

বুধবার ভোররাতের কোন এক সময়ে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সদস্য শংকর চন্দ্র সরকার জানান, প্রায় দুইশ বছরের পুরানো এই কালী মন্দিরে এমন ঘটনা আর ঘটেনি। আজ ভোররাতের কোন এক সময়ে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে কালীমাতা প্রতিমার হাত ভেঙ্গে দেয় এবং প্রণামী বাক্স ভাঙচুর করে আগুন দেয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন টের পেয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

কী কারণে মন্দিরে হামলার ঘটনা ঘটলো এর সুনির্দ্দিষ্ট কারণ জানাতে না পারলেও শংকর চন্দ্র সরকার ধারণা করছেন গত ইউপি নির্বাচনী বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয় ওয়ার্ডের সাবেক মেম্বার নবাব মিয়া জানান, আমরা মূর্তি ভাঙচুরের খবর পেয়ে মন্দিরে এসেছি। থানা পুলিশকে খবর দেয়ার পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করছেন।

কসবা থানার ওসি মো: মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।।






Shares