Main Menu

সরাইল উপজেলা বিএনপি ও সকল অংগ সংগঠনের অবরোধ কর্মসূচীর প্রথম দিন সফলভাবে পালিত

+100%-

একদলীয় প্রহসনের সংবাদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও নির্দলীয় তত্ত্বাবাধায়ক সরকারের দাবীতে ১৮দলের ডাকা ৪৮ ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচীর প্রথম দিন সরাইল উপজেলা বিএনপিও অংগ সংগঠনের উদ্যোগে সফলভাবে পালিত হয়। এ উপলক্ষ্যে ভোর ৬টা থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মী সরাইল-কুট্টা পাড়া ও বিশ্বরোড মোড়ে জড়ো হয়ে ঢাকা-সিলেট ও ঢাকা- চট্টগ্রাম সড়কের বিস্তীর্ণ অংশ অবরোধ করিয়া রাখাকালীন সকল ধরনের যান চলাচল সম্পূর্ণরুপে বন্ধ থাকে। অবরোধ চলাকানীন সরাইল উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক সভাপতি এডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে বিশার মিছিল মহাসড়ক প্রদক্ষিণ শেষে সরাইল কুট্টাপাড়া মোড়ে এক বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। এডভোকেট আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু তাহের, যুবদল সেক্রেটারী-জহিরউদ্দিন আহমেদ, ছাত্রদল সেক্রেটারী বিএম আলী, শাহনেওয়াজ মেম্বার, নিজাম মিয়া, ফিরোজ মিয়া, হাবিব মিয়া, তাহের মিয়া, আসমত মিয়া, সাহেদ আলী, জামাল, জালাল, রাকিব, লিটন ব´, আতনাদ, নূওে আলম। খোরশেদ আলম, আবু হানিফ, বাবুল, রনি, তোফিক, শিউমা, মহরম মিয়া, হোসেন, সাইফুল, সফিক মিয়া, ছাত্রদল নেতা সোহাগ মিয়া, বাবু, জুনায়েদ, সোহাগ হোসেন, জামাল, শাহীন, বি এনপি নেতা এডভোকেট গিয়াস উদ্দিন ঠাকুর রওশন আলী, বিল্পব, আবুল হোসেন প্রমুখ। (প্রেসবিজ্ঞপ্তি)


Shares