Main Menu

Thursday, October 29th, 2015

 

অনিয়মের অভিযোগে ডাক্তার নোমানকে বদলি করা হয়েছে খাগড়াছড়ি

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: অবশেষে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. মো. নোমান মিয়াকে বদলি করা হয়েছে খাগড়াছড়িতে। ১৮ চিকিৎসকের কক্সবাজার ভ্রমনের খরচ মেটানোর জন্য স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের কাছ থেকে চাঁদা আদায় করার দায়ে কর্তৃপক্ষ তার বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে। গত বুধবার সন্ধ্যায় তিনি বদলির আদেশ হাতে পেয়েছেন। আগামী ১০ দিনের মধ্যে তাকে নির্দেশিত স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করতে হবে। তবে এ আদেশ স্থগিত করার জন্য তিনি দৌড়ঝাঁপ শুরু করেছেন। পত্রিকার রিপোর্টে ক্ষুদ্ধ হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ঔষধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের হাসপাতালে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। সরাইল উপজেলাবিস্তারিত


পৌর মেয়র মো. হেলাল উদ্দিনকে আবরনি’র ফুলেল শুভেচ্ছা

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি আগামী ৩১ অক্টোবর নেদারল্যান্ডের হেগ-এ অনুষ্ঠিতব্য বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসী নাগরিকদের সংস্কৃতি, মানবাধিকার ও সামগ্রিক উন্নয়নে কাজ করা বিশ্ব বিখ্যাত আন্তর্জাতিক সংগঠন “বাসুগ” এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক এক সেমিনারে প্রধান অতিথি হিসাবে অংশ গ্রহণের জন্য ২৮ অক্টোবর নেদারল্যান্ড সফর করবেন। জেলা আওয়ামীলীগের সভাপতির অনুপস্থিতিতে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত ¡পালন করায় আবরনি’র পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন আবরনির নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজ, পরিচালক নির্জয় হাসান সোহেল, কাউসার আহমেদবিস্তারিত


সমাজের পিছিয়ে পড়া সব নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আসতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমাদের দেশের নারীরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা অর্জনের পাশাপাশি নানান অর্থনৈতিক কর্মকান্ডেও জরিত রয়েছে। স্বালম্বিতা অর্জন করে নারীরা এখন নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখছে। আতœমর্জাদাশীল এসব নারীরাই এখন আমাদের দেশের সামগ্রীক উন্নয়নের অন্যতম হাতিয়ার। তিনি সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সব নারীদেরও নানা অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান। মেয়র গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ফকিরাপুল সংলঙ্গন্ন নূর ম্যানশনের নিচতলায় জয়িতা লেডিস বিপনী বিতান উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময়বিস্তারিত


এলার্জিকে আজীবনের জন্য গুডবাই দিন

ডেস্ক ২৪:: মানব জীবনে এলার্জি কতটা ভয়ংকর সেটা ভুক্তভোগী যে সেই জানে। উপশমের জন্য কতজন কত কি না করেন। এবার প্রায় বিনা পয়সায় এলার্জিকে গুডবাই জানান আজীবনের জন্য। যা করতে হবে আপনাকে – ১) ১ কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। ২) শুকনো নিম পাতা পাটায় পিষে গুড়ো করুন এবং সেই গুড়ো ভালো একটি কৌটায় ভরে রাখুন। ৩) এবার ইসব গুলের ভুষি কিনুন। ১ চা চামচের তিন ভাগের এক ভাগ নিম পাতার গুড়া ও এক চা চামচ ভুষি ১ গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। ৪) আধা ঘন্টাবিস্তারিত


বাকাইলে ১৩ চুন ও ২ গ্লাস ফ্যাক্টরী উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাকাইল ও আনন্দপুরে তিতাস গ্যাস ফিল্ডের লিকেজ গ্যাস ব্যবহার করে অবৈধভাবে গড়ে উঠা ১৫টি চুন ও গ্লাস ফ্যাক্টারী উচ্ছেদ করেছে ভ্রাম্যমান আদালত। উচ্চ আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাইন উদ্দিন ও নেজারত ডিপুটি কালেক্টার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাব্বির আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত তিতাস নদীর দ্ইু পাড় বাকাইল ও আনন্দপুরে অভিযান চালায়। অভিযানে ১৩টি চুন ফ্যাক্টারী ও ২টি গ্লাস ফ্যাক্টরী উচ্ছেদ ও এসব কারখানার মালামাল জব্দ করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ বলেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধুবিস্তারিত


কাজীপাড়া থেকে সরাইলের জামায়াত নেতা গ্রেফতার

বৃহস্পতিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কজিপাড়া থেকে মাওলানা কুতুব উদ্দিন (৪০) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃত কুতুব উদ্দিন জেলার সরাইল উপজেলা জামায়াতের আমির। বৃহস্পতিবার ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাজীপাড়া মৌলভীহাটির একটি বাড়িতে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত নেতা কুতুব উদ্দিকে গ্রেফতার করে। তিনি সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের মাওলানা মোহাম্মদ আলীর ছেলে। ওসি আরো জানান, কুতুব উদ্দিনের বিরুদ্ধে নাশকতার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ও সরাইল থানায় ৪টি মামলা রয়েছে।


১০ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

১০ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে গত ১৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, আমদানি-রপ্তানি বন্ধ হলেও ওই সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।টানা ছুটির পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো পুরোদমে মালামাল পরিবহন করছে।


বিবিসিকে কাইয়ুম :”আমাকে বলির পাঁঠা বানানো হচ্ছে”

ডেস্ক ২৪:: ইতালীয় নাগরিককে হত্যার জন্য বিএনপি’র যে নেতাকে সরকার সন্দেহ করছে সেই আব্দুল কাইয়ুম অজ্ঞাত স্থান থেকে বিবিসির ঢাকা অফিসে ফোন করে বলেছেন সরকার তাকে এবং বিএনপিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হত্যাকান্ডের সাথে জড়াতে চাইছে। বিদেশী নাগরিক হত্যার ঘটনায় তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান তা প্রত্যাখ্যান করেছেন এই বিএনপি নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুম। অজ্ঞাত স্থান থেকে নিজে থেকে ফোন করে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন , “এ ঘটনার আমি কিছুই জানিনা। রাজনৈতিক ভাবে আমাকে বলির পাঁঠা বানানোর পাঁয়তারা চলছে।” বিবিসি বাংলার রাকিব হাসনাত যিনিবিস্তারিত


ফেনসিডিল নিয়ন্ত্রণে ভারতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

বিবিসি বাংলা :: কফ সিরাপের উৎপাদন এবং বাজারজাতকরণের ক্ষেত্রে আরও কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে ভারত সরকার। ঔষধ কোম্পানিগুলো এক্ষেত্রে তাদের দেয়া নির্দেশনা মানছে না বলে মনে করছে ভারত সরকার। কোডেইন মিশ্রিত কফ সিরাপ, যা বাংলাদেশে ‘ফেনসিডিল’ নামে ব্যাপকভাবে পরিচিত এবং নেশার দ্রব্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়, তা নিয়ন্ত্রণে এক বছর আগে সরকার এই নির্দেশনা জারি করে। ভারতের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে রয়টার্স বলছে, সরকার এখন এসব নির্দেশনা মানতে ঔষধ কোম্পানিগুলোর ওপর আরও চাপ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, ভারতে যে পরিমান কফ সিরাপের চাহিদা আছে, ঔষধ কোম্পানিগুলো তার চেয়েবিস্তারিত