Main Menu

Thursday, October 8th, 2015

 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি :: প্রথম বর্ষে বিষয় পরিবর্তনের সুযোগ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদনকারী শিক্ষার্থীরা নিজেদের পছন্দমতো বিষয় পরিবর্তন করতে পারবেন। এ জন্য তাঁদের আগের আবেদন বাতিল করতে হবে। এ জন্য ভর্তি বিষয়ক ওয়েবসাইটে Appicant’s login অপশনে প্রার্থীর রোল নম্বর ও পিন ব্যবহার করে form cancel করে পুনরায় আবেদন করতে হবে। প্রার্থীর প্রাথমিক আবেদন এরই মধ্যে কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়ে থাকলে সে ক্ষেত্রে আবেদনকারী বিষয় পছন্দক্রম সংশোধন বা পরিবর্তন করতে চাইলে ডীন, স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল বরাবর ১২ অক্টোবরে মধ্যে আবেদন করতে হবে।


রেল ওভারপাস নির্মান হলে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দূর্ভোগ কমবে.. প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ভিডিও)

ব্রাহ্মণবাড়িয়ায় মৌড়াইল রেল ওভারপাস নির্মিত হলে শহরবাসীর ভোগান্তি কমবে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই রেল ক্রসিং এ সাধারন মানুষকে যানযটে ভোগতে হয়, কখনও কখনও দূর্ঘটনাও ঘটে, তাই এ ওভারপাস নির্মান হলে এ কষ্ট লাগব হবে। বৃহস্পতিবার দুপুরে গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে রেলওভারপাসের নির্মান কাজের উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর সম্পূর্ণ বক্তব্য শুনতে ভিডিওটি দেখুন।


কসবায় বিজিবির অভিযানে ভারতীয় হুইস্কি আটক

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আখর সীমান্ত এলাকায় বৃহস্পতিবার বিকালে বিশেষ অভিযান পরিচালনা করে ৭২ বোতল হুইস্কি এবং বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটক করা হয়। কসবা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জাহাঙ্গীর হোসেন এর নেতৃত্বে বিশেষ অভিযানে হুইস্কি ও ভারতীয় মালামলা আটক করা হয়। কুমিল্লা সেক্টরের ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার ও ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে হুইস্কি ও বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন।


ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার ৫টি প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক ২৪:: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশুগঞ্জে নতুন তিনটি বিদ্যুৎ কেন্দ্রের, সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে বলভদ্র সেতুর উদ্বোধন সহ ব্রাহ্মণবাড়িয়া শহরের ওভারপাসের ভিত্তি প্রস্তর স্হাপন করেন। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে এসব প্রকল্পের উদ্বোধন করেন। এ সময় প্রধানমন্ত্রী কার্যালয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হল রুমে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক লুৎফুন নাহারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সাংসদ র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরি, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাংসদ অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ ফয়জুর রহমান বাদল, বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নজরুল ইসলাম, জেলাবিস্তারিত


সব প্রস্তুতি সম্পন্ন, কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন ৫ প্রকল্প

প্রধানমন্ত্রী সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রাহ্মনবাড়িয়ার ৫ প্রকল্প উদ্বোধনী অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি শেষ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন। বেলা ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে সরাসরি অংশ নেবেন। ইতি মধ্যে সংশ্লিষ্ট সকলে ডিসি অফিসে এসে পৌছেছেন।