Main Menu

সমাজের পিছিয়ে পড়া সব নারীদের অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আসতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন।

+100%-

20151029_174357ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন আমাদের দেশের নারীরা এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক শিক্ষা অর্জনের পাশাপাশি নানান অর্থনৈতিক কর্মকান্ডেও জরিত রয়েছে। স্বালম্বিতা অর্জন করে নারীরা এখন নিজেদের পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখছে। আতœমর্জাদাশীল এসব নারীরাই এখন আমাদের দেশের সামগ্রীক উন্নয়নের অন্যতম হাতিয়ার। তিনি সমাজের পিছিয়ে পড়া অন্যান্য সব নারীদেরও নানা অর্থনৈতিক কর্মকান্ডে এগিয়ে আসার আহবান জানান।
মেয়র গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ফকিরাপুল সংলঙ্গন্ন নূর ম্যানশনের নিচতলায় জয়িতা লেডিস বিপনী বিতান উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, বিটিভির জেলা প্রতিনিধি মোঃ আরজু, দৈনিক সমকালের স্টাফ রির্পোটার মোঃ আব্দুর নুর, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি স.ম. সিরাজুল ইসলাম, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি দিপক চৌধুরী বাপ্পি, মোঃ এমদাদ হোসেন, মোঃ সাধু মিয়া, মোঃ শাহাদত হোসাইন, এসএম সেলিম, জয়িতা লেডিস বিপনী বিতান এর ব্যবস্থাপনা পরিচালক তাজলিমা মারিয়া সেতু প্রমুখ।প্রেস রিলিজ






Shares