Main Menu

শিক্ষার্থী প্রতি ১ লাখ টাকা করে বৃত্তি দেবে মতিউর রহমান ফাউন্ডেশন

+100%-

অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে লাখ টাকা করে বৃত্তি দেবে ব্রাহ্মণবাড়িয়ার একটি ফাউন্ডেশন। জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ এলাকার মরহুম মতিউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি দেয়া হবে। মোট ২জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হবে।

শিক্ষাবৃত্তি পাওয়ার যোগ্যতা : ১) বিশ্ববিদ্যালয়/ মেডিকেল! ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী। ২) শিক্ষার্থীকে অসচ্ছল ও মেধাবী হতে হবে। ৩) পিতা-মাতা বা অভিভাবকের বার্ষিক আয় ১,৫০,০০০ টাকার বেশি হতে পারবে না; এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় বসবাসরত হতে হবে। উপরের এসব শর্তাবলি যেসকল শিক্ষার্থীর সাথে সামঞ্জস্য কেবল তারাই মরহুম মতিউর রহমান ফাউন্ডেশন শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে। অন্যান্য বৃত্তির মতো এটির জন্য অনলাইনে আবেদন করার সুযোগ নেই। সংযুক্তকৃত আবেদন ফরম নিজ হাতে কলম দিয়ে পূরণ করে সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে জমা দিতে হবে।

কী কী কাগজপত্র প্রয়োজন হবে? কোথায় আবেদনপত্র জমা দিতে হবে?

সর্বপ্রথমে বৃত্তির জন্য একটি নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। আবেদন ফরমের লিংক নিচে দেয়া হলো: https://t.Iy/d7DdC । আবেদন ফরমটি সংগ্রহ করা হয়ে গেলে সেটি আবেদনকারী শিক্ষার্থী নিজে পূরণ করবে। পূরণকৃত সকল তথ্য সঠিক হতে হবে। কোনো তথ্য ভুল প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল হবে। আবেদন ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়ে গেলে সেটি জমা দেওয়ার আগে কিছু আবশ্যক কাগজপত্র সংযুক্ত করতে হবে।

শিক্ষাবৃত্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিম্নরূপ:

১) আবেদনকারী শিক্ষার্থীর ১ কপি ও পিতা/মাতা/অভিভাবকের ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

২) আবেদনকারীর জন্ম নিবন্ধন সনদ অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৩) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার গ্রেডশিটের ফটোকপি।

৪) বর্তমানে অধ্যয়নরত বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড বা ভর্তি রশিদের ফটোকপি, অথবা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়নপত্র।
৫) এসব ডকুমেন্টস আবেদন ফরমের সাথে জুড়ে দিতে হবে এবং এগুলো একটি ফাইলে দিতে হবে।

আবেদন ফরম ও সংশ্লিষ্ট কাগজপত্র স্ক্যান করে নিম্নে উল্লেখিত মেইলে পাঠাতে হবে:
Mutimiafoundation@gmail.com
আর অবশ্যই ৩০ আগস্ট ২০২৪ তারিখের মধ্যে মেইলে স্ক্যান করে আবেদন পাঠাতে হবে।

ফাউন্ডেশনের ফেসবুক পেইজ >> https://www.facebook.com/profile.php?id=100069839970937






Shares