Main Menu

১০ দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

+100%-

land-port-22-05-2011
১০ দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও পবিত্র আশুরা উপলক্ষে গত ১৯ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, আমদানি-রপ্তানি বন্ধ হলেও ওই সময়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।টানা ছুটির পর বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। দুই দেশের পণ্যবাহী ট্রাকগুলো পুরোদমে মালামাল পরিবহন করছে।






Shares