Main Menu

কসবায় বিজনানদী-ওদের খালটি দখল ও ধবংসের কবলে

+100%-


খ.ম.হারুনুর রশীদ ঢালী : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের চারগাছ বাজারের দক্ষিণ পাশ দিয়ে দুই শত বছর পুরাতন ওদের খালটি বিরাট অংশ দখল আর দূষণে ধবংসের পথে। এই খালটি রক্ষায় এলাকাবাসী সরকারের জোরালো ভূমিকা দাবি করেছেন ।
‘বিজনা নদী ও ‘ওদের খাল’  দখলের বাস্তব চিত্র’ না দেখলে বুঝা যাবে না বলেও এলাকাবাসী অভিমত প্রকাশ করেছেন।
জানা যায়,প্রায় দুইশত বছর আগে ভারতের ত্রিপুরা রাজ্যে আমল থেকে বিজনা নদী ও মূলগ্রাম ইউপির চারগাছ হ্রদের খালটি শূকনো মৌসুমে  শুকিয়ে যায়। বর্ষায় প্লাবিত হয় ভাটির জনপদ। কসবা উপজেলা উপশহরের পাশের পুরাতন বিজনা নদী এখন শহরের আবর্জনা স্তুপে পরিণত হয়েছে। উপজেলার মূলগ্রাম ইউপির চারগাছ বাজারের দক্ষিণ পাশের ‘ওদের’ খালটি স্থানীয় একশ্রেণী ভূমি খোকো  বেশীর ভাগ অংশ(কোটি টাকার সম্পদ) দখল করে  পাকা দালান কোটা নির্মাণ করছেন। বিজনা নদী ও ‘ওদের’ খাল রক্ষায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেই বলে অভিযোগ করেন স্থানীয়রা।






Shares