Main Menu

অবশেষে সেই মহিষের মাংশ বিতরণ

+100%-

সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সেই মহিষটি অবশেষে জবাই করে মাংস বিতরণ করা হয়েছে। বুধবার সকালে নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক গ্রামের লোকজন মহিষটিকে ফসলি জমিতে দেখতে পান। পরে লোকজন মহিষটিকে আটক করার চেষ্টাকালে মো.কুতুব মিয়া (৪৫) মো. তাহের মিয়া(৩২) তৈয়ব আলী (২৪) ও ছানাউল্লাহ মিয়া (৫০) আহত হয়। পরে মহিষটিকে আটক করে জবাই করা হয়। এক পর্যায়ে গ্রামবাসী মহিষের মাংস নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ে। অবশেষে দুপুরে গ্রামের ৩৮৫ দরিদ্র পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। মহিষের মালিকের সন্ধান পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত মঙ্গলবার ওই মহিষের শিঙয়ের গুতায় নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুতমা গ্রামের নূরুল হক (৬৫) নামের এক কৃষকের মৃত্যৃ হয়েছে।






Shares