Main Menu

কসবায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও মতবিনিময় সভা

+100%-

videocআজ শনিবার সকালে কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র-সাম্প্রদায়িকতা উপলক্ষে এবং প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স ও মতবিনিময় সভা স্থানীয় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা নিবাহী অফিসার হাসিনা ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিসুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, অফিসার ইনচার্জ কসবা থানা মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, কাজী মো. আজহারুল ইসলাম ও আলহাজ্ব রুহল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, স্থানীয় ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মো. শাহাদৎ হোসেন, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো: শফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন রিমন, কসবা পৌর আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুর রউফ রব্বান ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির সরকার, পৌর কাউন্সিলর মো. আবু জাহের ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. কবির হোসেন।

সাংবাদিক নেপাল চন্দ্র সাহার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ইমাম সমিতি উপজেলা শাখার সভাপতি মো. আক্তার হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি দিলীপ কুমার রায়, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আব্দুল হান্নান, প্রাক্তন শিক্ষক নারায়ন চন্দ্র দাস প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী,মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সকল সদস্য-শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Shares