Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: সীমান্তে অবৈবধ মাল সহ ৫ জন আটক

+100%-

unnamedপ্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ১৯ নভেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর টহলদল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় গত রাত ১২:৩০ ঘটিকায় নিয়মিত অভিযান পরিচালনাকালীন ০৩ পিচ ইয়াবা ট্যাবলেট, ০১ বোতল ফেনসিডিল ও ০২টি মোটর সাইকেলসহ ০৫ জনকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃদের নাম ও ঠিকানা- (এক) মোঃ সোহেল মিয়া (৩২), পিতা- মোঃ বাচ্চু মিয়া, (দুই) মোঃ আলামিন হোসেন (৩৫), পিতা- আব্দুর রহিম, (তিন), মোঃ রাকিবুর রহমান(২৭), পিতা- মৃত রইছ মিয়া, (চার) মোঃ কাজী ওলিউল্লাহ(২৭), পিতা- মৃত কাজী আমান সকলেই ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসিন্দা এবং (পাঁচ) মোঃ নুর আলম (৩০), পিতা- মোঃ শফিকুল ইসলাম, গ্রাম-গুরুনগর, ডাকঘর-কৃষ্ণনগর, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক বিজয়নগর থানায় হস্তান্তর করেছে বিজিবি।

unnamedঅপরদিকে গংগাসাগর সীমান্ত ফাঁড়ী কর্তৃক পরিচালিত অভিযানে ০১টি সিএনজিসহ বাংলাদেশী বিভিন্ন প্রকারের ২৫০ কেজি মাছ এবং ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের টহলদল গোপন সংবাদের ভিত্তিতে রাত ৩টায় জেলার বিশ্বরোড এলাকা হতে ০১টি ৩টন ও ০১টি কাভার্ট ভ্যানভর্তি আট হাজার কেজি গোলআলু ভারতে পাচারকালে জব্দ করে বিজিবি। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৯০,০৭৮,৩০০/- (নব্বই লক্ষ আটাত্তর হাজার তিনশত) টাকা।






Shares