Main Menu

কসবায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

+100%-

কসবা প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্তস্তবক অর্পন করা হয়। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিলো উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা এবং দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরন। ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত ও প্রার্থনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শাহরিয়ার মুক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সনজিব সরকার, কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাজু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শামছুল আলম ও জেলা পরিষদ মহিলা সদস্য রুমানুল ফেরদৌসি। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকসহ এলাকার গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নানা কর্মসূচীর মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।






Shares