Main Menu

আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আশুগঞ্জ থানা আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতা

শারিরিক বিকাশে খেলাধূলার ভুমিকা অপরিসীম ……….উপজেলা নিবার্হী অফিসার আমিরুল কায়ছার

+100%-
  • প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার আমিরুল কায়ছার বলেছেন শারিরিক বিকাশে খেলাধূলা ভুমিকা অপরসীম। এ সময় তিনি সুস্থ দেহ ও মন ঠিক রাখতে নিয়মিত খেলাধূলা আহবান জানান। তিনি মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ উদ্যোগে আয়োজিত আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন।
  • ফাইনাল খেলায় আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা.সেলিম উদ্দিনের টিম ২-১ সেটে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো.ইকবাল হোসাইন এর টিমকে পরাজিত করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করে। এ সময় পুলিশের (সরাইল সার্কেল) সিনিয়র সহকারি পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির, আশুগঞ্জ প্রেসক্লাবে সভাপতি সেলিম পারভেজ ও সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন। খেলায় ব্যাপক দর্শক সমাগম ঘটে।





Shares