Main Menu

সরাইলে জামাতের আমীর গ্রেপ্তার

+100%-


ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কুতুব উদ্দিন-(৪৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ার ভাড়াটিয়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাওলানা কুতুব উদ্দিনের বাড়ি সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে। তার বিরুদ্ধে দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গত ২৯ জুলাই  চাচাতো ভাই ও আওয়ামীলীগ কর্মী পাবেলের সাথে কুতুব উদ্দিনের বাক বিতন্ডা ও পরে হাতাহাতি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ওইদিনই কুতুব উদ্দিনের দুই ছেলে, ছোট ভাই সহ কয়েকজনে মিলে পাবেলের ছোট ভাই রুবেলকে বেধরক মারধোর করে। এ ঘটনায় কুতুব উদ্দিনকে প্রধান আসামী করে ৯/১০ জনের বিরুদ্ধে আবেদ হাসান পাবেল বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদের সাথে যোগাযোগ করলে তিনি মাওলানা কুতুব উদ্দিনকে গ্রেপ্তারের কথা স্বীকার করেন।






Shares