Main Menu

সরাইলে হরতাল পালিত

+100%-

ইসলামী ঐক্যজোট ও শ্রমিক লীগের ধাওয়া পাল্টা ধাওয়া – আহত ১০, গ্রেপ্তার-১

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৮ দলীয় জোটের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের গতকাল শেষ দিন । মহাজোট সরকারের পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ১৮ দলের হরতালে সরাইল ছিল উত্তপ্ত। সকাল থেকেই  হরতাল সমর্থন কারীদের মিছিলে মিটিং-এ সরগরম হয়ে পড়ে সরাইলের রাজপথ। হরতাল চলাকালে ইসলামী ঐক্যজোটের মিছিল থেকে প্রাতঃবাজার এলাকায় শ্রমিক লীগ নেতা মিছির আলীর সিএনজি অটোরিক্সা চলাচলে বাঁধা দেওয়ায় উত্তেজিত হয়ে পড়ে শ্রমিকরা। ফলে ইসলামী ঐক্যজোট ও শ্রমিক লীগের মধ্যে চলে ইট পাটকেল নিক্ষেপ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে ইসলামী ঐক্য জোটের সাথে যোগ দেয় জামায়াত ও বিএনপি’র পিকেটাররা।  অর্ধ ঘন্টা স্থায়ী এ সংঘর্ষে উভয় দলের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতরা হলেন- ইসলামী ঐক্যজোটের মাহফুজ মিয়া (২৭), জিয়াউল (২৩), শফিক (২৬) ছাত্রদলের রিগান, সিএনজি শ্রমিক হেলাল মিয়া (৩০) ও শফিক মিয়া (৩২)। ওদিকে গত সোমবার হরতাল চলাকালে ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুরে যুবদল নেতা জাকিরের (৪০) পিকআপ ভ্যান ভাংচুর করে স্থানীয় ছাত্রদল নেতা জুম্মান খান (২২)। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতি হয়। গভীর রাতে পুলিশ ছাত্রদল নেতা জুম্মানকে গ্রেপ্তার করেছে। গতকাল ঢাকা-সিলেট মহাসড়কে দূর পাল্লার কোন যানবাহন ও অটোরিক্সা চলাচল করেনি। হরতাল সমর্থন কারীরা সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়ক ও সরাইল- অরুয়াইল সড়ক অবরোধ করে রাখে। এ ছাড়া শাহবাজপুর, কালিকচ্ছ ও চুন্টায় ছাত্রদলের নেতা কর্মীরা সকাল থেকেই পিকেটিং করেছে।  এ দিকে উপজেলা সদরে ব্যাংক গুলোতে বিলম্বে কার্যক্রম শুরু হয়। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কম। সকাল সাড়ে নয়টায় উপজেলা বিএনপি ও সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর, আনোয়ার হোসেন মাষ্টারের নেতৃত্বে ও বিএপি’র অপর যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট আবদুর রহমানের নেতৃত্বে পৃথক দুটি মিছিল সরাইল সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পথ সভায় মিলিত হয়। পরে উপজেলা জামায়াতের আমীর মাওলানা কুতুব উদ্দিন ও সম্পাদক মোঃ এনাম খা’র নেতৃত্বে একটি মিছিল এবং ইসলামী ঐক্যজোটের সম্পাদক হাজী ইসহাকের নেতৃত্বে একটি মিছিল সম্মিলিত সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক আনিছুল ইসলাম ঠাকুর ও  জেলা যুবদল নেতা এডভোকেট নুরুজজামান তপু সহ উপজেলা ছাত্রদলের নেতত্বাধিন মিছিলে যোগ দেন।






Shares