Main Menu

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

+100%-

৬০ ঘন্টা হরতাল কর্মসূচীর শেষ দিনে ব্রাহ্মণবাড়িয়া ২৪ ডটকম এ প্রকাশিত নাসিরনগর হরতালে বিএনপি ও বিজেপির মিছিলের সংবাদটি বিভ্রান্তিমূলক। এ ধরনের তথ্য প্রকাশ করায় উপজেলা বিএনপি বিস্মিত। উক্ত সংবাদটিতে বলা হয়েছে নাসিরনগর উপজেলা চেয়ারম্যান, বিজেপি জেলার আহ্বায়ক সকাল ৬ টায় হরতালে আসেন, যাহা সত্য নয়। প্রত্যক্ষদর্শীদের মতে তিনি সকাল ১০ টায় একটি মিছিল নিয়ে এসে সদর প্রদক্ষিণ করে চলে যান। মিছিলের অংশগ্রহনকারীর সংখ্যা ২ হাজারের বেশী ছিল না এবং উপজেলা বিএনপির নেতৃত্বে সদর ইউনিয়নসহ ১৩ ইউনিয়নের নেতৃত্বে প্রায় ৫ হাজার বেশী ব্যক্তি অংশগ্রহণ করে।(প্রেস বিজ্ঞপ্তি)(পরের সংবাদ) »Shares