Main Menu

ভৌতিক বিল ও মামলা প্রত্যাহারের দাবীতে সরাইল বিদ্যুত অফিস অবরোধ

+100%-


প্রতিনিধিঃ ভৌতিক বিল ও গ্রাহকদের বিরুদ্ধে অযৌক্তিক মামলা প্রত্যাহারের দাবীতে সরাইল নির্বাহী প্রকৌশলীর (পিডিবি) কার্যালয় অবরোধ করেছে বিক্ষুদ্ধ গ্রাহকরা।  বুধবার দুপুরে সদর ইউনিয়নের দুই শতাধিক গ্রাহক অবরোধ কর্মসূচীতে অংশ গ্রহন করেন। এ সময় গ্রাহকরা বিদ্যুত কর্মচারীদের উপর চরম ভাবে ক্ষুদ্ধ হন। অফিসে অনুপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী সহ অনেক কর্মচারী। সেবায় ক্রটির কথা স্বীকার করেছেন খোদ নির্বাহী প্রকৌশলী। প্রত্যক্ষদর্শী ও গ্রাহকরা জানায়, সরাইল বিদ্যুত গ্রাহকদের হাজারো ভোগান্তির মধ্যে অতিরিক্ত বিলের বোঝা অন্যতম। অফিসের দেয়া বিলের সাথে মোটেও মিল নেই মিটার রিডিংয়ের। এ সমস্যা দীর্ঘ দিনের। ১৬ হাজার গ্রাহকের মধ্যে ৯৮ ভাগ গ্রাহক বিদ্যুতের কাছে পাবে ৪‘শ থেকে সহস্রাধিক ইউনিট। এটার কোন সমাধান পাচ্ছে না তারা। কিন্তু বিল থেমে নেই। স্থানীয় বিদ্যুত কর্তৃপক্ষ গ্রাহকের পাওনা পরিশোধের কথা শুনতে নারাজ। কিন্তু পাঁচ হাজার টাকার উর্ধ্বে বকেয়া হলেই গ্রাহকের বিরুদ্ধে দেয়া হচ্ছে মামলা। ইতিমধ্যে মামলার বোঝা মাথায় নিয়ে ঘুরছেন সহস্রাধিক গ্রাহক। অতিরিক্ত বিল ও মামলা দুই কারনে ক্ষুদ্ধ হয়েছেন গ্রাহকরা। গতকাল দুই শতাধিক বিক্ষুদ্ধ গ্রাহক ঢুকে পড়েছেন বিদ্যুত অফিসে। তাদের সাথে একাত্বতা ঘোষনা করেছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের (বিলুপ্ত কমিটি) সভাপতি হাজী ইকবাল হোসেন। এ সময় উত্তেজিত গ্রাহকরা উপস্থিত কর্মচারীদের কাজ বন্ধ রাখার কথা বলে। অনেক গ্রাহক উপস্থিত কর্মকর্তা কর্মচারীদের অতিরিক্ত বিলের কারন জানতে চান। এ সময় চুপসে যান বিদ্যুত কর্তৃপক্ষ। নির্বাহী প্রকৌশলী এ জেড এম আনোয়ারুজ্জামান (অতিরিক্ত দায়িত্ব) এ বিষয়ে বলেন, কিছু সমস্যা তো আছেই। সকল সমস্যা একেবারে সমাধান করা সম্ভব নয়। পর্যায়ক্রমে গ্রাহকদের আবেদনের প্রেক্ষিতে সমাধান করা হবে। বিশ্বের কোথাও জনসেবামূলক প্রতিষ্ঠান শতভাগ সেবা দিতে পারে না। আর এ দেশে তো প্রশ্নই উঠে না।






Shares