Main Menu

সৌদি আরবে খুন হওয়া জাকিরের লাশ ফেরত এসেছে, জানাজা ও দাফন সম্পন্ন

+100%-

মোহাম্মদ মাসুদ, সরাইল। সৌদি আরবের রিয়াদে খুন হওয়া বাংলাদেশী যুবক জাকিরের লাশ দেশে এসেছে। আজ বৃহস্পতিবার(২৬ আগস্ট) সকাল ৯ টায় উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল উত্তরপাড়ার গাজী কাঞ্চন মিয়ার পুত্র গাজী জাকির হোসেন (৩০) এর লাশ নিজ বাড়িতে পৌঁছে। এলাকার টগবগে যুবক জাকিরের লাশ বাড়িতে আসার পর এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের বুক ফাটা কান্নায় আকাশ-বাতাশ ভারী হয়ে উঠে। লাশ বাড়িতে আসার খবরে লাশ এক নজর দেখতে এলাকাবাসী তাদের বাড়িতে ভীড় জমায়। বাদ জোহর অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মাওলানা মুফতি মহসিন মনির।

সাবেক এমপি এডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোখলেছুর রহমান, সরাইল উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এডভোকেট আশরাফ উদ্দিন মন্তু, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ শের আলম মিয়া, অরুয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী আবু তালেব, অরুয়াইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব ও সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এম রিফাত বিন জিয়াসহ বিভিন্ন স্তরের সহস্রাধিক ব্যক্তিবর্গ উক্ত জানাজায় অংশ গ্রহন করেন। জানাজা শেষে অরুয়াইল কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

উল্লেখ্য গত ৪ আগস্ট সৌদি আরবের রিয়াদে নিজ কক্ষে খুন হন জাকির হোসেন।






Shares