Main Menu

শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করতে হবে:: মেয়র মোঃ হেলাল উদ্দিন

+100%-

sahaparaব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও মিউনিসিপ্যাল এসোসিয়েশন অব বাংলাদেশ (ম্যাব) এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন বলেছেন শহরের রাস্তা ও ড্রেন দূষণের অন্যতম কারন গৃহস্থলী বর্জ্য। গৃহিনী ও গৃহ কর্মীগন বাড়ির আশে পাশে গৃহস্থলী বর্জ্য ফেলে। অনেক বাড়ির জানালা ও ছাদ থেকেই রাস্তা ও ড্রেনের উপর ময়লা ফেলানো হয়। যা শহরের পরিবশে ও ড্রেনেজ ব্যবস্থাকে বিনষ্ট করে। প্রত্যেক বাড়ির ময়লা যদি নির্ধারিত স্থানে জমা করে রাখা হয় এবং তা পরিছন্নতা কর্মী দিয়ে সরানো হয় তাহলে শহর পরিচ্ছন্ন থাকবে। তিনি শহর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরকেও সচেতন করার আহবান জানান। মেয়র গতকাল সকালে কাজিপাড়া (সাহা পাড়া) রাস্তা সংস্কার কাজ উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ শাহ আলম, মহিলা কাউন্সিলর রাহেলা ইসলাম, সাবেক কমিশনার মোঃ আবুল কাশেম, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, শহর আওয়ামীলীগ নেতা আবিদুর রহমান দেওয়ান, জেলা যুবলীগ নেতা উবায়দুল হক কাজল, ওয়ার্ড আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ করিম, রমন সাহা প্রমুখ। পরে তিনি উন্নয়ন কর্মকান্ডের ধারাবাহিকা ও পৌরবাসীর মঙ্গল কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে মোনাজাত করেন। প্রেস রিলিজ






Shares