Main Menu

নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযান :: বিশেষ ক্ষমতা আইনে মামলা, গ্রেপ্তার ৬

+100%-

42748নাসিরনগর প্রতিনিধিঃ: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে ১৬ জন সহ অজ্ঞাত নামা আরো ৪০/৫০ জনকে আসামী করে মামলা রুজু করা হয়। গ্রেপ্তার করে আদালতে চালান দেয়া হয় ৬ জনকে।থানার এস আই মোঃ আবু বক্কর সিদ্দিক বাদি হয়ে ২৪ নভেম্বর এ মামলা দায়ের করে ।

থানার মামলা ও পুলিশ সুত্রে জানা গেছে ঘটনার তারিখে যৌথবাহিনীর বিশেষ অভিযান চলছিল। এ সময় নাসির নগর ডিগ্রি মহাবিদ্যালয়ের ১০০ গজ দুরে মোঃ আক্কাছ মিয়ার কলা বাগানের ভিতরে আশুরাইল গ্রামের আব্দুল মজিদের ছেলে ক্বারী মোঃ লুৎফুর রহমান রমজান,ওয়ালিদ চৌধুরীর ছেলে মোঃ মিজান চৌধুরী, নাছির পুর গ্রামের মারফত আলীর ছেলে মোঃ ইছা মিয়া,ঘুজিয়াখাইল গ্রামের হারিছ মিয়ার ছেলে মোঃ কানন মিয়া,নুরপুর গ্রামের জাহের মিয়ার ছেলে মোঃ জালাল মিয়া,লতিফ মিয়ার ছেলে মোঃ নাজির মিয়া ,কুলিকুন্ডা গ্রামের কাইয়ুম ভুইয়ার ছেলে মোঃ কামরুল আলম ভুইয়া,ফুলপুর গ্রামের মোঃ আবু ছালেহ মুছার ছেলে সৈয়দ আবু সারোয়ার,নুরপুর গ্রামের কাচা মিয়ার ছেরে মোঃ রফিক মিয়া, নাসির পুর গ্রামের মলু মিয়ার ছেলে মোঃ কাউসার মিয়া,শ্রীঘর গ্রামের মোঃ অজগর আলী ,দাতমন্ডল গ্রামের সেকান্দর মিয়ার ছেলে মোঃ ছুর রহমান ,কোয়র পুর গ্রামের মোঃ হানিফ খাঁর ছেলে মোঃ মহব্বত খাঁ,আতুকুড়া গ্রামের সাত্তার মিয়ার ছেলে মোঃ মন্নান মিয়া,বাচ্চু মিয়ার ছেলে মোঃ রোমান মিয়া,পূর্বভাগ গ্রামের মোঃ রহিছ আলীর ছেলে মোঃউসমান মিয়া সহ অজ্ঞাতনামা আরো ৪০/৫০ জন।।

বিএনপি জামায়াত শিবির কর্মী মিলে, বাংলাদেশের নিরাপত্তা ক্ষাতিগ্রস্থ, জন নিরাপত্তা বিপন্ন,জন শৃংখলা রক্ষনাবেক্ষণ কাজ বিপন্ন ও জন গনের মধ্যে ভীতি , সন্ত্রাসের সৃষ্টি , ক্ষতিকর কার্য করিবার উদ্দেশ্যে বিকাল প্রায় সাড়ে চার ঘটিকার সময় ঘটনাস্থলে জমায়েত হয়।গোপনসুত্রে, বিশেষ অভিযান পরিচালনাকারী দল খবর পেয়ে সেখান থেকে ৬ জন কে গ্রেপ্তার করে।অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। বাকীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা নাসির নগর থানার উপÑপুলিশ পরিদর্শক মোঃ মহিউদ্দিন (সুমন) জানান।মামলার তদদন্তকারী কর্মকর্তা আরো জানান,২নং আসামী মোঃ মিজান চৌধুরী একজন হোন্ডা ছিনতাইকারী চক্রের প্রধান। পুলিশের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা টাকা নেয়ার ও অভিযোগ রয়েছে মিজান চৌধুরীর বিরোদ্ধে। মিজান চৌধুরীর অত্যাচারে তার শ্বশুরের মৃত্যু, জোর পুর্বক সম্পত্তি দখলের অভিযোগও রয়েছে।।






Shares