Main Menu

পিএসসি পরীক্ষাদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ

+100%-

doa
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সাবেক গণপরিষদ সদস্য আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এম এমদাদুল বারী বলেছেন, বর্তমান সরকারের শিক্ষা দক্ষ পরিচালনার কারণে দেশের প্রাথমিক শিক্ষার ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে। অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুনগত মানও বৃদ্ধি পেয়েছে। প্রাথমিক শিক্ষার ভীতকে আরো মজবুত ও সুদীঢ় ভীত্তির উপর প্রতিষ্ঠিত করতে সমাজের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহবান জানান।
তিনি গত বৃহস্পতিবার সকাল ১০টায় কাজীপাড়া দরগাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সালের অনুষ্ঠিতব্য প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও পরীক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি আয়কর উপদেষ্টা আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মোঃ আসলাম, সৌদি আরব রিয়াদ শাখার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আব্দুল কাইয়ুম, গুডওয়েল এভিয়েশন সার্ভিসেস এর পরিচালক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন রিপন, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন মিলন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর তাহসিনা পলির পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক আলহাজ্ব মোঃ শাহ আলম ভূইয়া, আলহাজ্ব খন্দকার মোঃ বাবুল, সিনিয়র সহকারী শিক্ষক নার্গিস বেগম, সালমা বেগম, সহকারী শিক্ষক রেহেনা পারভীন, সুলতানা জাহান প্রমুখ। পরে শিক্ষার্থীদের মাঝে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ও তাদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত।






Shares