Main Menu

নির্বাচিতের দু’বছর পর ইউপি চেয়াম্যানের শপথগ্রহণ

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচিতের দুই বছর চারদিন পর উচ্চ আদালতের নির্দেশে শপথগ্রহণ করেছেন  নজরুল ইসলাম জিতু মিয় নামের এক ইউপি চেয়ারম্যান। তিনি উপজেলার ৮নং কুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছিলেন।
রোববার সকালে জেলা প্রশসকের চেম্বারে চেয়ারম্যানকে শপথগ্রহণ করান জেলা প্রশাসক নূর মোহাম্মদ মজুমদার। এসময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান, মহিলাদলের নেত্রী অ্যাডভোকেট ইসমত আরা সুলতানা প্রমুখ। উল্লেখ্য, বিগত ২০১১ সালের ২২ জুন নজরুল ইসলাম জিতু মিয়া তার নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে ৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। পরবর্তীতে এলাকার দুইজন ভোটার নির্বাচন কমিশনে মৃত ব্যক্তির ভোট প্রদানের অভিযোগ এনে ফলাফল স্থগিতের আবেদন করেন। এরই প্রেেিত কমিশন জেলা প্রশাসনকে তদন্ত করে প্রতিবেদন প্রদানের নির্দেশ দিলে তৎকালীন জেলা প্রশাসন আবেদন কারীদের পে মতামত প্রদান করেন। এই ঘটনার পর নজরুল ইসলাম জিতু মিয়া উচ্চ আদালতে রিট করলে আদালতের নির্দেশে নির্বচন কমিশন গেজেট প্রকাশ করে।






Shares