Main Menu

বাঞ্ছারামপুরে ঈমামদের সাথে মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর মত বিনিময় সভা

+100%-

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সকল মসজিদের ঈমামদের সাথে মত বিনিময় সভা করেছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম। শনিবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে  মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব:) এ বি তাজুল ইসলাম বলেন, দেশ ও জাতির কল্যাণে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে ঈমাম সমাজের প্রতি আহ্বান জানান।  


Shares