Main Menu

আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সনাকের আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী

+100%-

প্রতিবেদক : আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে শনিবার সকালে স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন চাকমা।
সনাক ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি অধ্যাপক শফিকুল বারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি প্রফেসর মুখলেছুর রহমান খান ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমিন। স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি ও পিটিআই’র সুপার জেসমিন খানম। বক্তব্য রাখেন সনাক সদস্য আলী আকবর মজুমদার, সাংবাদিক আব্দুন নূর, ফজিলাতুন্নাহার, শামীমা সিকদার প্রমুখ। সভা পরিচালনা করেন সনাক সদস্য মোঃ আরজু। সভা শেষে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে স্কুল পর্যায়ে আয়োজিত রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরন করা হয়।


Shares