Main Menu

Tuesday, April 9th, 2013

 

রেড ক্রিসেন্ট সোসাইটির মানববন্ধন

সুমন নূর ॥ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দফতরস্থ স্বত্ত্বদখলীয় জমি দখলের প্রতিবাদে মানববন্দন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা রেড ক্রিসেসন্ট সোসাইটি। মঙ্গলবার দুপুরে জেলা প্রেসকাব প্রাঙ্গনে এ মানব্বন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ রেড ক্রিসেসন্ট সোসাইটি ব্রাহ্মণবাড়িয়া ইউটিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবিএম তৈমুরের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আহসান হাবিব, কার্যনির্বাহী সদস্য নাছির উল্লাহ টোটন, শাহ মোঃ ইব্রাহিম সামসুদ্দিন জুয়েল। বক্তারা আর্ত মানবতার সেবায় নিয়োজিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জমি অধিগ্রন কার্যক্রম বাতিল করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।


ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণ ভাবে হরতাল চলছে,

প্রতিবেদক : বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি তত্ববধায়ক সরকারের দাবীতে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ৩৬ঘন্টার হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় সকাল থেকে পালিত হচ্ছে। শহরের খন্ড খন্ড মিছিল ও পিকিটিং করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শহরের দোকান পাট, স্কুল কলেজ, ব্যাংক বীমা বন্ধ ছিল। হরতালে দূরপল্লার কোন যানবাহন ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শহরে আইনশৃংখলা রার্থে ৩০ পয়েন্টে পুলিশ মোতয়েন করা হয়েছে।


স্বেচ্ছা সেবক লীগের হরতাল বিরোধী লাঠি মিছিল

শামীম-উন-বাছির : মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছা সেবক লীগের উদ্যোগে শহরের পৌর আধুনিক সুপার মার্কেট প্রাঙ্গন থেকে হরতাল বিরোধী একটি লাঠি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর আধুনিক সুপার মার্কেটে সমাবেশ করে। সমাবেশে স্বেচ্ছা সেবক লীগের সভাপতি এডঃ লোকমান হোসেন, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান বলেন এ অযুক্তিক হরতাল জনগন প্রত্যাক্ষ্যান করেছেন। আওয়ামীলীগ পথে ছিল ভবিষ্যতেও থাকবে। এসময় মিছিল ও সমাবেশটি পুলিশ বেষ্টুনী দিয়ে ঘিরে রাখা হয়।