Main Menu

Monday, April 1st, 2013

 

বেগম জিয়ার প্রতিশ্রুতি অনুসারে, নিহত ৩৫ পরিবারের মাঝে শ্যামলের টাকা ও ত্রাণ বিতরণ শুরু

undefined

ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর ও আখাউড়া উপজেলায় টর্ণেডোর ছোবলে নিহত ৩৫ পরিবারের যেসব প্রতিনিধিরা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অর্থ সহায়তা ও ত্রাণ সামগ্রী সরাসরি গ্রহণ করেননি তাদের মধ্যে চারজনকে গত ৩১ মার্চ রবিবার নগদ টাকা ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সদর উপজেলার রামরাইল, সুলতানপুর ও বাসুদেব ইউনিয়নের তিনজন ও জেলা কারাগারের রক্ষীসহ মোট চারজনের পরিবারকে খালেদা জিয়ার পক্ষ থেকে নগদ টাকা ও ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা বিএনপির সহ-সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি নিহত এসব ব্যক্তিদের বাড়িতে গিয়ে নগদ ৩০ হাজার টাকা, ১০ কেজি চাউল, শাড়ি ওবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের ঝটিকা লাঠি মিছিল

মনিরুজ্জামান পলাশ : বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে মুক্তির দাবীতে সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রশিবির লাঠি মিছিল করেছে। জেলা ছাত্র শিবিরের সেক্রেটারী মো. আমির হোসেনের নেতৃত্বে শিবির কর্মীরা শহরের আনন্দবাজার থেকে এই লাঠি মিছিল বের করে। মিছিলশেষে সড়কবাজার মোড়ে বিােভ সভায় বক্তব্য রাখেন জেলা শিবিরের সেক্রেটারী মো. আমির হোসেন, সোহরাবুর রহমান নিপু, মকবুল হোসেন প্রমুখ। সভায় বক্তারা কেন্দ্রীয় সভাপতির নি:শর্ত মুক্তির দাবী জানান। অন্যথায় আরও কঠিন আন্দোন কর্মসূচির হুশিয়ারী দেন।


খালেদার গুলশান কার্যালয়ে গুলির প্রতিবাদে জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে রাতের অন্ধকারে মোটর সাইকেল আরোহী দুর্বৃত্তদের দ্বারা গুলি বর্ষনের প্রতিবাদে তাৎক্ষনিকভাবে বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল সোমবার বিকেলে রেল গেইট চত্বরে শুরু  হয়ে শহর প্রদক্ষিণ শেষে প্রেসকাব চত্বরে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত বিক্ষোভ সমাবেশ সভায় জেলা বিএনপি’র সহ-সভাপতি আলহাজ্ব এডঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন , সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ারবিস্তারিত


টর্নেডো দূর্গত এলাকা হিসেবে মঙ্গলবারের হরতালের আওতামুক্ত থাকবে ব্রাহ্মণবাড়ীয়া

বিএনপি সহ ১৮ দলীয় ঐক্যজোটের ডাকা মঙ্গলবারের সকাল-–সন্ধা হরতালের কর্মসূচীতে ব্রাহ্মণবাড়ীয়া আওতামুক্ত থাকবে । কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়ীয়া জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এডঃ হারুন আল-রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন এক মুক্ত বিবৃতিতে বলেন গত ২২ মার্চের প্রলয়ংকারী টর্নেডো দুর্গত এলাকা হিসেবে ত্রান বিতরণের সুবিধার্থে কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশক্রমে ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতাল কর্মসূচীর আওতামুক্ত রাখা হয়। (প্রেসবিজ্ঞপ্তি)


সীমান্তে চোরাচালান, নারী-শিশু পাচাররোধে সেমিনার

প্রতিনিধি : সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধে বিজিবি সার্বিক ব্যবস্থার উন্নয়ন এবং শক্তি বৃদ্ধিকরণ এক সেমিনার সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলস্থ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নে অনুষ্ঠিত হয়। উত্তর-পূর্ব রিজিয়ন সদর দফতর এর ব্যবস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.বি.এম. গোলাম মোস্তফা পিএসসি। বিজিবি ১০ ব্যাটালিয়নের মেজর জাহিদুল ইসলাম, মেজর মাহবুবুর রহমান, বিজিবি ১১ ব্যাটালিয়নের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।মেজর মাহমুদুর রহমানের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিজিবি ৫ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল সফিউল আজম। মূল বক্তব্যের উপর সমালোচনামূলক বক্তব্য রাখেন বিজিবি ১২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. শাজাহানবিস্তারিত


আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিট বন্ধ, জাতীয় গ্রীডে ২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস

প্রতিনিধি : ঝড়ো আবহাওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্রের সুইচ ইয়ার্ডের ২৩০ কেভি কারেন্ট ট্রান্সফরমার ক্রটির কারণে রোববার রাতে চারটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে গেছে। এর আগে থেকেই একটি ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে ৭৭৪ মেগাওয়াট মতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বর্তমানে ২৭৪ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে সরবরাহ হ্রাস পেয়েছে। বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, নয়টির মধ্যে চারটি ইউনিট চালু প্রায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে বন্ধ ইউনিটগুলো হলো প্রতিটি ৬৪ মেগাওয়াট উৎপাদন মতা সম্পন্ন ১ ও ২নং ইউনিট, প্রতিটি ৫৬ মেগাওয়াট উৎপাদন মতা সম্পন্ন জিটি-১, জিটি-২, ৩৪ মেগাওয়াটবিস্তারিত


টর্নেডোয় ক্ষতিগ্রস্থদের মাঝে আমেরিকা প্রবাসীর সহায়তা প্রদান

সুমন নূর : টর্নেডোয় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সহায়তা প্রদান করেছেন আমেরিকা প্রবাসী কামরুল হুদা দুলাল। সোমবার চিনাইর,দুবলা, জারুলতলা,চান্দি,বাসুদেবসহ অন্যান্য ক্ষতিগ্রস্থ এলাকার প্রায় শতাধিক পরিবারের মাঝে নগন অর্থ ও মশারি বিতরণ করেন তিনি। তিনি প্রত্যেক পরিবারকে নগদ ২৫০০ টাকা ও একটি করে মশারি দেন।   এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, তার স্ত্রী সৈয়দা ইয়াছমিন আরা, ছোট ভাই আজমুদ হুদা নোমান, দুলালের মাতা, পারিবারিক বন্ধু আসলাম খাঁন, আলী আসিফ গালিব প্রমুখ। আমেরিকা প্রবাসী দুলাল বলেন, টর্নেডোর পরপর টিভি এবং অনলাইন সংবাদ মাধ্যমে খবরটি জানার পর আমি দেশে ছুটে এসেছি। ক্ষতিগ্রস্তদের দেখে সত্যিইবিস্তারিত


নাসিরনগরে নয়ন গ্রাম বাংলা উন্নয়ন সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামে নয়ন গ্রাম বাংলা উন্নয়ন সংস্থার ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ ঘটিকায় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী সজল দাস, আব্দুল ওয়াদুদ মেম্বার, ডা: আলফাজ উদ্দিন, ডিপ্লোমা ইনঞ্জিনিয়ার ইছমদ্দোহা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।