Main Menu

Wednesday, April 17th, 2013

 

এবার রাজপথে নামছে হেফাজতের ‘লাখো’ নারী

ব্লগে ইসলাম ও রাসূল (স.) কে নিয়ে কটাক্ষ করায় দেশব্যাপী শত শত নারী মাদরাসায়ও চাপা ক্ষোভ বিরাজ করছে। তাই ইসলাম বিদ্বেষী ব্লগগুলো বন্ধ করে নাস্তিক, মুরতাদদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা ব্লাসফেমি আইনসহ বিভিন্ন দাবিতে আন্দোলনের বৃহত্তর কর্মসূচি নিয়ে চট্টগ্রামসহ দেশের লাখ লাখ মুসলিম নারী এবার মাঠে নামছে। এমনটাই নিশ্চিত করেছে হেফাজতে ইসলাম সূত্র।সূত্র মতে, চট্টগ্রামসহ দেশব্যাপী হেফাজতে ইসলামের নারী নেতাকর্মীরা মাঠে নামার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা শত শত নারী মাদরাসার ছাত্রীদের সঙ্গে চলছে যোগাযোগও। ওপরের নির্দেশ পেলেই যে কোনো দিন মাঠে নেমে আসবে তারা।রাজপথের আন্দোলন-সংগ্রামে নারীদের অংশবিস্তারিত


নাসিরনগরে মিলাদ মাহফিলে দু’পরে সংঘর্ষে ৩০ জন আহত, ১৫ টি সিএনজি ভাংচুর

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মিলাদ মাহফিলে দু’পরে সংঘর্ষে কমপে ৩০জন আহত হয়েছে। এসময় কমপে ১৫টি সিএনজি অটোরিক্সা ভাংচুর চালানো হয়। জানা যায়, গত মঙ্গলবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়ন চেয়ারম্যান জামাল মিয়ার বাড়ি সংলগ্ন মসজিদে মাওলানা মনিরুজ্জামান সিরাজীর সভাপতিত্বে মিলাদের আয়োজন করা হয়। মিলাদ চলাকালে একই উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠা গ্রামের সিরাজুল ইসলাম কণা মিয়া পীর সাহেব ও তার অনুসারীরা ২৫/৩০টি সিএনজি অটোরিক্সা দিয়ে মিলাদ মাহফিলে আসে। মিলাদে এসে মাইক দিয়ে অকথ্য ভাষায় বয়ান দিলে উভয়পরে লোকজনের হাতাহাতি শুরু হয়। পরে হরিপুরের লোকজন একত্রিত হয়ে পীর সাহেব ও তার লোকজনের উপরবিস্তারিত


বৈশাখী উৎসবে ‘জাপানে রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোকচিত্র প্রদশনী

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় এবার বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখে নতুন মাত্রা যুক্ত করলো ‘জাপানে রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জেলা সদরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে সাহিত্য একাডেমীর উদ্যোগে সপ্তাহব্যাপী বৈশাখী মেলায় ব্যতিক্রমী এই আয়োজনের সংযোজন সমঝদারদের দৃষ্টি কাড়ে। চৈত্রসংক্রান্তি সংযোজনের মধ্যদিয়ে একই সঙ্গে বর্ষবরণেরও শুভ উদ্বোধন হয় ১৩ এপ্রিল শনিবার।  আলোকাচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মো. মোস্তফা জালাল। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বৈশাখী উৎসব উদযাপন পরিষদের আহবায়ক অধ্যাপক এ.কে.এম. শিবলী, কবি ওয়াহিদুর রহমান, অধ্যাপক মিজানুর রহমান শিশির, কিশোরচিত্র পত্রিকার উপদেষ্টা ঠাকুর জিয়াউদ্দিন আহমদ, দুর্লভবিস্তারিত


নবীনগরে আউশ চাষীদের মধ্যে বীজ ও নগদ অর্থ বিতরণ

  প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আউশ চাষীদের উদ্ভুদ্ধকরনে ১৫৫ জন কৃষকের মধ্যে নগদ অর্থ আউশ ধানের বিজ ও বিভিন্ন সার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা মিলনায়তনে প্রত্যেককে নগদ ৩ শত টাকা, ৫ কেজী আউশ ধানের বিজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডিএপি সার, ২০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম নাজিম উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক সরকার, কৃষি অফিসার সফিকুল ইসলাম আকন্দ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তানিয়া রহমান, খোরশেদ আলম, সাংবাদিকবৃন্দ প্রমুখ।


সরাইলে বৃদ্ধের মৃতদেহ উদ্ধার

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের তিতাস নদী থেকে বুধবার রাত সাড়ে ৭ টার দিকে গৌরাঙ্গ দাশ (৬৩) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃদ্ধের স্বজনরা জানিয়েছে, আজ বেলা ১১ টার দিকে ঐ বৃদ্ধ গরু চড়াতে ৪-৫ টি গরু নিয়ে তিতাস নদীর ওপারের মাঠের উদ্দেশ্যে বেরিয়ে যান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তারা খোঁজ করতে শুরু করেন। পরে নদীতে বৃদ্ধের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। সরাইল থানার উপ-পরিদর্শক আব্দুল হক জানিয়েছেন, নদী পাড় হতে গিয়ে হয়ত তিনি সাঁতার কেটে আর ওপাড়ে উঠতে পারেননি। তারবিস্তারিত


শহরে পাগলা কুকুরের কামড়ে নারী,পুরুষ ও শিশুসহ আহত ১৫

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিরাসার, মধ্যপাড়া, পৈরতলা ও দায়রাপুর এলাকায় বুধবার বিকেলে লাল রঙ্গের একটি পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ১৫জন গুরুত্বর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে কুকুরটি পৌরসভার বিরাসার এলাকা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে দ্রুত গতিতে দৌড়াতে থাকে এসময় পথে বিভিন্ন বয়সের নারী,পুরুষ, শিশুসহ ১২ জনকে আহত করে। আহতরা  জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এ ঘটনায় পুরো শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎক জানিয়েছেন,  কুকুরে কামড়ানো রোগীদের প্রাথমিক সেলাই,ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে।বিস্তারিত


মুজিবনগর দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর মোঃ মজুমদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান, পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্য কাজী মোস্তফা জালাল, প্রেসকাব সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সম্পাদক রিয়াজ উদ্দিন জামি।


সুলতানপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রতিবেদক : বুধবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর এলাকায় ট্রাক চাপায় একজন নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী বাস সুলতানপুর এলাকায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় । এতে রাস্তা পারাপারের অপেক্ষায় পাশে দাড়ানো থাকা সুলতানপুর এলাকার আবদুল মালেক মিয়ার ছেলে রশিদ মিয়া (৫০) ঘটনাস্থলেই নিহত হয়। পুলিশ ঘাতক বাসটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।