Main Menu

Sunday, April 7th, 2013

 

আখাউড়ায় টিউটোরিয়াল পরীক্ষার নামে লাখ টাকার বাণিজ্য!

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় টিউটোরিয়াল বা কাশ পরীক্ষার নামে শিার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ মিলেছে। টিউটোরিয়াল বা কাশ পরীক্ষা নেওয়ার সরকারী কোন নির্দেশনা থাকলেও উপজেলার ৪/৫টি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপ পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিয়েছে। আর এই পরীক্ষার ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে রশিদ বিহীন ২০০-৩০০ টাকা পর্যন্ত আদায় করছে। জানা যায়, ২০১৩ সনে সরকার আইন করে মাধ্যমিক বিদ্যায়য়ে বছরে দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পূর্বে ছিল তিনটি পরীক্ষা। সরকারি নির্দেশনা অনুযায়ী ত্রৈমাসিক পরীক্ষা নেওয়ার সুযোগ নাই। কিন্তু আখাউড়ার নাছরীন নবী বিদ্যালয়, দেবগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়বিস্তারিত


শিশু নাট্যমের চিত্রকলা প্রদর্শনী-সাংস্কৃতিক উৎসব সম্পন্ন

প্রতিবেদক : শেষ হয়েছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের চার দিনব্যাপী আর.এ.কে সিরামিকস ২২তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসব। গত ২ এপ্রিল স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে শুরু হওয়া উৎসব হাজারো শিশুর মিলনমেলায় পরিণত হয়। প্রদশনীতে ঠাঁই পায় ৭০০ চিত্রকলা। সংগীত, নাটক, নৃত্য ও আবৃত্তি ছিল প্রতিদিনের আয়োজনে। এছাড়া গুণীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। উৎসবের সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ তিন ক্ষুদে শিল্পী রাজু সরকার, নিশীতা পাল ও আজিজুর রহমানের হাতে তুলে দেয়া হয় হুমায়ুন কবির খান স্মৃতি পুরস্কার। প্রধান অতিথি র.আ.ম. উবায়দুল মোকতাদির  চৌধুরী এম.পি পুরস্কার-ক্রেস্ট প্রদানবিস্তারিত


হরতাল সফল ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

মনিরুজ্জামান পলাশ : আগামী ৯ ও ১০ এপ্রিল দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল সফল ও কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি। রবিবার সন্ধ্যা ৭ টায় জেলা বিএনপি’র সভাপতি এডঃ হারুন আল-রশিদের বাস ভবন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদের সামনে পথসভা করে। পথসভায় জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন , সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ার খোকন,আলহাজ্ব এডঃ শফিকুল ইসলাম, জিল্লুর রহমান,বিস্তারিত


হরতালের সমর্থনে জেলা বিএনপি’র মিছিল।

সুমন নূর : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের কারাগারে পাঠানোর প্রতিবাদ ও নির্দলীয় তত্ত্বাবধায় সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে সারা দেশে টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বুধবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতালের ডাক দিয়েছে তারা। এর অংশ হিসেবে অদ্য সন্ধ্যা ৭ টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি এডঃ হারুন আল-রশিদের বাস ভবন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ কারীরা বর্তমান সরকারকে দোষারূপ করে বিভিন্ন ধরনের শ্লোগান দেয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে জেলা পরিষদেরবিস্তারিত


সরাইলে অবৈধভাবে সরকারি পুকুর থেকে বালু উত্তোলন, হুমকির মুখে শতাধিক ঘরবাড়ি

মো. মাসুদ : টানা এক সপ্তাহ যাবত ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের টিঘর গ্রামে সরকারি খাস পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা। ফলে বিশাল এ খাসপুকুরের পাড়ের শতাধিক ঘরবাড়ি এখন হুমকির মুখে। ভূক্তভোগীদের দাবি, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে একাধিকবার জানানো হলেও অদৃশ্য কারণে তিনি নিরব রয়েছেন। ব্যবস্থা নিব নিচ্ছি বলে পার করেছেন এক সপ্তাহ। এলাকায় বিরাজ করছে উত্তেজনা। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।টিঘর গ্রামের বাসিন্দা মো. শের আলী (৭০) বলেন, প্রায় ১৮একর পরিমাণ বিশাল এ পুকুরটি ১নং খাস খতিয়ানভূক্ত। এ পুকুর থেকে সরকার লাখ লাখবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বাস্থ্য বিভাগ ও বি.এম.এ’র উদ্যোগে  রবিবার সকালে জেলা সদর হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে স্থানীয় ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনের সরোদ মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নুর মোহাম্মদ মজুমদার। সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরীর  সভাপতিত্বে “রক্তচাপ নিয়ন্ত্রনে যার, নিরাপদ জীবন তার” এই প্রতিপাদ্য বিষয়ে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম, জেলা বি.এম.এ’র সাধারণ সম্পাদক ডাঃ আবুবিস্তারিত


গ্যাস সরবরাহ অব্যাহত রাখার দাবিতে, আশুগঞ্জে সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

প্রতিনিধি : ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার গ্যাস সরবরাহ বন্ধের সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রবিবার সকালে আশুগঞ্জ সার কারখানায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কারখানার সর্বস্তরের শ্রমিক কর্মচারীরা।সকাল ১০টায় এক বিক্ষোভ মিছিল কার খানার প্রশাসনিক ভবনের সামনে থেকে বের হঢে কারখানার আভ্যন্তরে বিভিন্ন রাস্তা প্রদিক্ষন করে পুনরায় প্রশাসনিক ভবনের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।কারখানার সিবিএ’র সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে  প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিবিএ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সহ-সভাপতি আব্দুল মালেক,আব্দুল কুদ্দুস,সহ-সম্পাদক আব্দুল জব্বার,শ্রম সম্পদক মাইনুদ্দিন ও প্রচার সম্পাদক দুলাল মিয়া প্রমুখ।সমাবেশে সিবিএ’র সাধারন সম্পাদক ইকবাল হোসেন বলেন, বিসিআইসির লাভজনকবিস্তারিত


আশুগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত এক

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাস চাপায় (অজ্ঞাতনামা)এক অটোরিকসার যাত্রী নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে উপজেলার সোনারামপুর এলাকায়।প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সোনারামপুর এলাকায় একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকসাকে চাপা দিয়ে পালিয়ে যায় একটি দ্রুতগতির যাত্রীবাহি বাস। এতে অটোরিকসাটি দুমড়ে-মচড়ে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে অটোরিকসার ভেতর থেকে আনুমানিক ৩০ বছর বয়সের এক যুবকের লাশ উদ্ধার করে। অটোরিকসার চালক পালিয়ে যায়। এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ গোলাম ফারুকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


নননপুরে সড়ক দূর্ঘটনায় নিহত এক

মনিরুজ্জামান পলাশ : রবিবার ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নননপুরে রাস্তা পাড়াপাড়ের সময় মোটরসাইকেল চাপায় সুভাষ মালাকার (৬০) নিহত হয়েছে। বিকেল ৫ টার দিকে স্থানীয় জনগণ জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত তাকে ঘোষনা করে। সে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের অরুনচন্দ্র মালাকারের ছেলে। তার স্ত্রী কল্যানী মালাকার জানান, তিনি অন্যের সাথে অর্থের বিনিময়ে মাছের জাল টানার কাজ করতেন।


হরতাল সফল করার লক্ষ্যে হেফাজতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সুমন নূর : রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের  ৮ এপ্রিল হরতাল পালনের  আহবান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় কয়েক হাজার তৌহিদী জনতার  মিছিল সমাবেশ হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কান্দিপাড়ার জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা থেকে বিশাল মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে স্থানীয় টি এ রোডে তোফায়েল আজম মনুমেন্ট এ  সমাবেশ হয় । এতে মুফতি আবদুর রহিম কাসেমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাও আব্দুল হক, মুফতি এনামুল হাসান, মাওলানা জিয়াউদ্দিন, মাওলানা আবু বক্কর, মাওলানা হোসাইন আহমেদ ,মাওলানা মাসুদ সহ অন্যান্যরা।  বক্তারা নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে সর্বোচ্চ  শাস্তি ফাঁসীর আইন প্রণয়ণ সহ নাস্তিক ব্লগার ও ইসলামবিস্তারিত