Main Menu

Sunday, January 13th, 2013

 

নবীনগরে শীতার্তদের মাঝে ১০০ কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (১২.০১.১৩) বিকেলে শীতার্ত নারী পুরুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। রিপোর্টার্স ইউনিটির সহযোগিতায় স্থানীয় তিতাস সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আজহার হোসেন জামালের সভাপতিত্বে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশিষ্ট চিকিৎসক ডা. সাদেক মিয়া, নবীনগর থানার ওসি আবু জাফর, ওসি (তদন্ত) একেএম পেয়ার আহমেদ, প্রথম আলো ও এবিসি রেডিও প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের ব্যবস্থাপক এডভোকেট এনামুল হক চৌধুরী  প্রমুখ।


নবীনগরে শীতার্তদের মাঝে ১০০ কম্বল বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শনিবার (১২.০১.১৩) বিকেলে শীতার্ত নারী পুরুষের মাঝে ১০০টি কম্বল বিতরণ করা হয়। রিপোর্টার্স ইউনিটির সহযোগিতায় স্থানীয় তিতাস সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়। রিপোর্টার্স ইউনিটির আহবায়ক আজহার হোসেন জামালের সভাপতিত্বে দরিদ্রদের মাঝে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিশিষ্ট চিকিৎসক ডা. সাদেক মিয়া, নবীনগর থানার ওসি আবু জাফর, ওসি (তদন্ত) একেএম পেয়ার আহমেদ, প্রথম আলো ও এবিসি রেডিও প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু, ডাচ্ বাংলা মোবাইল ব্যাংকের ব্যবস্থাপক এডভোকেট এনামুল হক চৌধুরী  প্রমুখ।


নারীর প্রতি সহিসংতা বন্ধের দাবীতে মানববন্ধন

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মানববন্দন করেছে। রোববার ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সামনে পালিত মানববন্ধনে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পাঁচ শতাধিক প্রতিনিধি অংশগ্রহন করেন। নারী ও শিশুর প্রতি নির্যাতন বন্দের দাবীতে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতে হাত ধরে দীর্ঘ মানববন্ধন রচনা করেন অংশগ্রহণকারীরা।পরে জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে আয়োজিত তাৎনিক প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমানুল হক সেন্টু,সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্য প্রফেসর মোখলেছুর রহমান খান,মহিলা পরিষদের সাবেক সভাপতি নন্দিতাবিস্তারিত


সোমাবার সাবেক প্রতিমন্ত্রী ডাঃ ফরিদুল হুদার ১৪তম মৃত্যুবার্ষিকী

ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, সমাজ সেবক, বীর মুক্তিযোদ্ধা  ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মরহুম ডাঃ মোঃ ফরিদুল হুদার ১৪তম মৃত্যুবার্ষিকী  সোমবার।যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের লক্ষে ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে ডাঃ ফরিদুল হুদা ফাউন্ডেশন। কর্মসূচীর মধ্যে রয়েছে মরহুমের কবর জিয়ারত, দোয়া ও আলোচনা সভা।


কসবায় ভারতে পাচারকালে মাছ আটক

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ভারতে পাচারকালে ৮ লাধিক টাকার মাছ আটক করে বাংলাদেশ বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা। বিজিবি মাছ বহনকারী সিএনজিটিও জব্দ করে। পরে বিজিবি আটককৃত মাছ ও সিএনজি অটোরিক্সাটি আখাউড়া শুল্ক স্টেশনে জমা দেয়। মাছগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়।বিজিবি সূত্র জানায়, রোববার ভোরে জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোসাইস্থল সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে মাছগুলো আটক করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চালক ও পাচারকারী পালিয়ে যায়। এদিকে, গভীররাতে  বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর থেকে ৫৫ কেজি চোলাই মদসহ এক সিএনজি অটোরিকশা চালককে আটক করে বিজিবি সদস্যরা।


ইঞ্জিঃ শ্যামলের সহযোগীতায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মনিরুজ্জামান পলাশ ঃ ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সহযোগীতায় দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কম এর মৌলভীপাড়াস্থ কার্য্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক(ব্যবস্থাপনা) আলি আসিফ গালিব, জেলা উন্নয়ন কমিটির সহ-সভাপতি আলী মাউন পিয়াস, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য এমনুন মোকাব্বের, স্বেচ্ছা সেবক দল নেতা হাজী বকুল, হামীম হোসেন, রাশেদুল হক, জসীম প্রমুখ।


শীতার্ত ভ্যান শ্রমিকদের মাঝে ইঞ্জিঃ শ্যামলের শীত বস্ত্র বিতরণ

গত শনিবার শহরের টিএ রোডস্থ শীতার্ত শ্রমজীবি ভ্যান ড্রাইভার ও শ্রমিকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামল। এসময় তার পাশে ছিলেন জেলা বিএনপির সহ জেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।


আ’লীগ নেতা শহীন সরকার জামিনে মুক্ত, ফুলেল শুভেচ্ছায় বরণ

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আওয়ামীলীগ নেতা শহীন সরকার রবিবার জামিনে মুক্ত হয়েছেন। এসময় তাকে দলের নেতা কর্মীরা ফুলের মালা দিয়ে বরণ করেন এবং ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।শাহীন সরকার নেতা কর্মী ও তার অনুসারীদের প্রতি কৃতঙ্ঘতা প্রকাশ করে বলেন, আপনাদের সমর্থনই সব ষড়যন্ত্রকে নস্যাৎ করে আমাকে মুক্ত করেছে। উল্লেখ্য, সম্প্রতি শিবপুর ইউপি আওয়ামীলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের মামলায় শাহীন সরকারকে গ্রেফতার করা হয়।এরপর তার অনুসারীরা বিক্ষোভ মিছিল, আলোচনা সভা করে তার মুক্তির দাবি জানিয়ে আসছিল।


আজাদ হত্যা মামলা -: ছাত্রলীগ নেতাসহ ৪ আসামি কারাগারে

প্রতিনিধি : ব্রা‏‏হ্মণবাড়িয়ার সরাইলে ইকবাল আজাদ খুনের ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল আসাদসহ ৪ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার সকালে তারা ব্রা‏‏হ্মণবাড়িয়ার অতিরিক্ত জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুর রহমান সিদ্দিকের আদালতে আত্মসমর্পন করে জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করে। অন্য আসামিরা হলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডর আনোয়ার হোসেন ও তার ছেলে মো. এমদাদ মিয়া। উল্লেখ্য, গত বছর ২১ অক্টোবর সন্ধ্যায় দলীয় কোন্দলের জের ধরে নিজ দলের নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে খুন হন সরাইল উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঢাকাস্থ সরাইলবিস্তারিত