Main Menu

Saturday, January 12th, 2013

 

দ্বিতীয় দিনেও বেসরকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি

বেসরকারী মাধ্যমিক বিদ্যালয় সমুহকে জাতীয় করণ সহ ২১ দফা দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে দেশব্যাপী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক স্কুল কলেজ সমুহে লাগাতার কর্মবিরতি কর্মসূচী দ্বিতীয় দিনেও ব্রাহ্মণবাড়িয়া জেলায় পালিত হয়েছে । জেলার সকল বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা কোন ক্লাশ নেয়নি। ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসলেও শিক্ষকরা ক্লাশ না নেয়ায় তারা ফিরে যায়। বেসরকারী শিক্ষক সমিতির ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম জানান, আমরা দীর্ঘদিন যাবৎ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের দাবী জানাচ্ছি । শিক্ষকদের ন্যায় সঙ্গত ২১ দফা দাবী নিয়ে সরকার নানা তালবাহানা করছে ।বিস্তারিত


সরাইলে ভূয়া এনজিও, ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র

প্রতিনিধি : সরাইলে  ‘পল্লী নারী জাগরণ সংস্থা’ নামে একটি ভূয়া এনজিও’র সাইনবোর্ড টানিয়ে প্রতারক চক্র মাসিক কিস্তিতে ঋণ দেয়ার নামে গ্রামের সহজ-সরল নারী-পুরুষদের কাছ থেকে প্রায় ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এলাকাবাসী জানান, উপজেলার পাকশিমুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আবুল কাশেম ওরফে কাছম আলীর বাড়িতে গত কয়েকদিন আগে এই ভূয়া এনজিও’র কার্যক্রম শুরু হয়। এনজিও’র লোকেরা (প্রতারক চক্র) গত বৃহস্পতিবার এলাকার সাধারণ মানুষের আমানত লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়ে যায়। ভূক্তভোগী পাকশিমুল গ্রামের ফুলবানু বেগম জানান, এনজিও’র লোকেরা মাসিক কিস্তিতে এক লাখ টাকা ঋণ দেয়ার কথা বলে তার কাছবিস্তারিত


কসবায় হত্যা মামলার পলাতক আসামী শাহজাহান গ্রেপ্তার

প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার  কসবায়  ২টি হত্যা মামলার অন্যতম আসামী মোঃ শাহজাহান-(৫০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার গোপীনাথপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শাহজাহান গোপীনাথপুর গ্রামের মৃত আনসার আলীর পুত্র। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শাহজাহান গত ২০১০ সালে সহিদ উল্লাহ ও ২০১২ সালের নুরু মিয়া হত্যা মামলার অন্যতম আসামী। সে দীর্ঘদিন পলাতক ছিল। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল আলম  তালুকদার বলেন, গ্রেপ্তারকৃত শাহজাহানকে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।


দীর্ঘ ৯ বছর পর আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন

প্রতিনিধি ঃ দীর্ঘ ৯ বছর পর রবিবার অনুষ্ঠিত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন। সম্মেলনকে ঘিরে আশুগঞ্জে বইছে এখন উৎসবের আমেজ। সম্মেলন সকল করার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা আওয়ামীলীগ।রবিবার সকালে স্থানীয় হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এম এমদাদুল বারী। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চেীধুরী এমপি। বিশেষ অতিথি থাকবেন (সংরক্ষিত মহিলা আসন) অধ্যক্ষ জোবেদা খাতুন পারুল এম.পি, জেলাবিস্তারিত


ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ

সুমন নূর ঃ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় মজিদ-নাহার ফাউন্ডেশনের উদ্যোগে প্রেসক্লাবের সহায়তায় দরিদ্র, দুঃস্থ ও অসহায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। সকালে প্রেসক্লাব কনফারেন্স রুমে প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয় সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি র, আ, ম, উবায়দুল মোক্তাদির চৌধুরী। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, পৌর মেয়র হেলাল উদ্দিন, বিজয়নগর আওয়ামীলীগের সভাপতি এডঃ জহিরুল ইসলাম ভূঞা, মহিলা আওয়ামীলীগের সভানেত্রী মিনারা আলম, পানি  উন্নয়ন বোর্ডের জেলার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, চিকিৎসক আশিকুর রহমান ভূঞা প্রমুখ। প্রধান অতিথি, ধর্ণাঢ্য ব্যক্তিদের শীতার্তবিস্তারিত


শীতার্তদের মাঝে ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের শীতবস্ত্র বিতরণ

মনিরুজ্জামান পলাশ ও সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার রাতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সদর হাসাপতালে দুস্থরোগীদের ও শহরের বিভিন্ন পয়েন্টে শীতার্তদের মাঝে তিনি শীত বস্ত্র বিতরণ  করেন। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহ সভাপতি জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুব দলের আহবায়ক মনির হোসেন, ছাত্রদল সভাপতি শামীম মোল্লা, সম্পাদক ইয়াসিন মাহমুদ সহ অন্যান্য নেতৃবৃন্দ ।