Main Menu

ইব্রাহিমপুর ইউনিয়নে নেই কোন খেলার মাঠ

+100%-

mohuরিপোর্ট – এস এ রুবেল, নবীনগর ব্রাহ্মণবাড়ীয়াঃনবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে নেই কোন খেলার মাঠ। এই ইউনিয়নের উঠতি বয়সি তরুন ও স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী দের অবসরে সময় কাটানোর মাধ্যম নেই বললেই চলে। ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন খেলার মাঠটি এখন বাশ ব্যাবসায়ীদের দখলে। এতে নিয়মিত খেলা সহ প্র্যাকটিস না করায় শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে প্রতিযোগীতা মুলক খেলা থেকে। মাঠ না থাকায় শিক্ষার্থীদেরও খেলা করান না শিক্ষকরা। ফলে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক, মানুষিক বিকাশের জন্য সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করলেও ব্যাহত হচ্ছে এর লক্ষ। ইব্রাহিমপুর গ্রামের বাসিন্দা আলী করিম খন্দকার ও তৌহিদ খন্দকার নবীনগরের খবর কে জানান, যে সব বিদ্যালয়ে শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারে না, তারা অন্যদের দেখে হিনমন্যতায় ভোগে। এতে তারা মানষিক ভাবে পিছিয়ে পড়ে। তাই যে সব বিদ্যালয়ে খেলার মাঠ নেই , সেই সব বিদ্যালয়ে
শিক্ষার্থীদের দিকে তাকিয়ে কর্তৃপক্ষ খেলার মাঠের ব্যবস্থা করবেন এটা আমাদের দাবি থাকবে।






Shares