Main Menu

বিশ্ব উরস শরীফ ২০১৪ উপলক্ষে কসবায় জাকের পার্টির মিশন সভা

+100%-

স্টাফ রিপোর্টার ঃ  শাহানশাহে তরিকত বিশ্ব ওলি শাহ্ছুফী খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ২০১৪ সালের বিশ্ব উরস শরীফ আগমন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জাকেরপার্টি ও সহযোগি সংগঠনের উদ্যোগে কসবা প্লাজা মাকের্টের ৬ ষ্ঠ তলায় উপজেলা, পৌরসভার নেতাকর্মী ও জাকেরানদের উপস্থিতিতে গত ৩১ ডিসেম্বর এক ও মিশন সভা অনুষ্ঠিত হয়।
জাকেপার্টির অতিরিক্ত মহা সচিব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি সেলিম কবীর মিশন সভার মিশন প্রধান অতিথি হিসেবে উপস্থিতছিলেন। কসবা জাকেরপার্টির সভাপতি জাঙ্গাগীর আলমের সভাপতিত্বে মিশন সভায় মিশন সদস্য ছিলেন জাকেরপার্টির কুমিল্লা সাংগঠনিক বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, জেলার সহ সভাপতি শাহ আলমগীর হোসেন প্রমুখ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাকেরপার্টি বাস্তুহারা ফ্রন্টের প্রচার সম্পাদক ও জেলা সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, জেলা যুবলীগের সভাপতি খোকা মিয়া, জেলা ভক্ত ফ্রন্টের সভাপতি রাকেশ বাবু ।
মিশন সভায় বক্তব্য রাখেন কুটি ইউপি সভাপতি আলহাজ্ব শাহ আলম ভুইয়া, বায়েক ইউপি সভাপতি আবু তাহের, বিনাউটি ইউপি সভাপতি পজলুল হক, বাদৈর ইউপি সভাপতি আব্দুল লতিফ প্রমুখ। শাহানশাহে তরিকত বিশ্ব ওলি শাহ্ছুফী খাজাবাবা ফরিদপুরী নক্শবন্দী মুজাদ্দেদী (কুঃছেঃআঃ) ছাহেবের ২০১৪ সালের বিশ্ব উরস শরীফ উদযাপনে সকলের ঘরে  ঘরে  দাওয়াত পৌছে দেওয়ার জন্য জাকেরানদের প্রতি মিশন প্রধান আহবান করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

Shares