Main Menu

কসবায় জাতীয় শোক দিবস উদযাপনে উপলক্ষ্যে প্রস্তুতি সভা

বঙ্গবন্ধুু আর বাংলাদেশকে আলাদা করা যাবে না-আইনমন্ত্রী

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বঙ্হবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপনে উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, বঙ্গবন্ধুু আর বাংলাদেশকে আলাদা করা যাবে।

আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেস কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক উপজেলঅ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কাজী আজহারুল ইসলাম,রুহুল আমিন ভুইয়া,এড,আনিসুল হক,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,উপজেলা মহিলঅ ণীগৈর সভানেত্রী শাহিন সুলতানা,কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজালুর হোসেন রিমনসহ উপজেলা আওয়ামী লীগের সদস্য,জনপ্রতিনিধি প্রমুখ।
আইনমন্ত্রী আনিসুল হক এমপি আরো বলেন, বঙ্গবন্ধুর আর্দশ ত্যাগের ফসল বঙ্গবন্ধুর ভালোবাসা প্রতিষ্ঠা করা। তাই মানবতার সেবায় এগিয়ে এসে এই করোনা মহামারিতে অসহায় মানুষের পাশে জনপ্রতি ১ হাজার টাকার খাদ্যসামগ্রী প্রদানের সিদ্ধান্ত হয়।






Shares